গতকাল রোববার (৩১ মার্চ) রাতে ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানসিটি। এই ম্যাচে বেশ সাদামাটা পারফরম্যান্স করেন নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হালান্ড। ম্যাচ শেষে তাই সিটির এই তারকা স্ট্রাইকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আইরিশ কোচ রয় কিন।
রয় কিন হালান্ডকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ফুটবল পাড়ায় ছড়িয়ে গেছে আগুনের মতো। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রয় উল্লেখ করেন হালান্ড কেবল গোল করতে সক্ষম। তবে তার সার্বিক খেলার ধরন বেশ নিম্নমানের। যেখানে এখনও অনেক উন্নতি করার বাকি আছে।
তিনি বলেন, ‘গোল বাদে হলান্ডের খেলা খুবই নিম্নমানের এবং সেটি শুধু আজকের ম্যাচে নয়, সবসময়ই। গোল করার দিক থেকে বা গোলের সামনে সে বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু তার সাধারণ খেলায় উন্নতি করতে হবে। এটা খুবই খারাপ। তাকে দ্বিতীয় সারির খেলোয়াড় মনে হয়। আমি তাকে এভাবেই দেখি।’
রয় মনে করেন গোল করার পাশাপাশি হালান্ডকে নিজের খেলার মান উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে, ‘তার সাধারণ খেলার উন্নতি করতে হবে এবং সেটি আগামী কয়েক বছরের মধ্যে করতে হবে। সে একজন তারকা স্ট্রাইকার, এটা তার অসাধারণ গুণ। কিন্তু তাকে সার্বিক খেলার উন্নতি করতে হবে।’
আর্সেনালের সঙ্গে ড্র করায় প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে গোল ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় অবস্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৫। এদিকে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় নম্বরে ম্যানচেস্টার সিটি।
আরও পড়ুন: ভুয়া বিবৃতি নিয়ে পাকিস্তানের ক্রিকেটে নতুন নাটক
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এফএএস