বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে এক লজ্জার রেকর্ড গড়েছে ভারত। যেদিন ঘরের মাঠে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার কীর্তি গড়েছে স্বাগতিকরা। আর দলের এমন ভরাডুবির দিনে লজ্জার এক নজির গড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৩৮তম বারের মতো কোনো রান না করেই আউট হওয়ার কীর্তি গড়েছেন কোহলি। তিনি ছাড়া ভারতের আর কোন ব্যাটারের এতো বেশি বার ডাক মারার নজির নেই। যদি বোলার হিসেবে বিরাট কোহলির আগে আছেন সাবেক ক্রিকেটার জহির খান (৪৩ বার) ও ইশান্ত শর্মা (৪০ বার)।
তবে বর্তমান ক্রিকেটারদের হিসেব করলে ব্যাটার-বোলার সব বিভাগের মধ্যেই সর্বোচ্চ বার ডাক মারার শীর্ষে বিরাট কোহলি। এমন তারকা ক্রিকেটারের নামের পাশে লজ্জার এই রেকর্ডটি বেশ বিব্রতকর মনে হতেই পারে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ৩৩ বার ডাক মেরে বিরাটের পরে আছেন রোহিত শর্মা।
আরও পড়ুন:
» মাশরাফিকে দল থেকে বাদ দিতে সিলেটকে শিক্ষার্থীদের আল্টিমেটাম
» ‘সেরাদের সেরা’ পুরস্কার জিতে যা বললেন মেসি
» বিশ্বকাপের সেমিতে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স, সরাসরি দেখুন
টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত ১৫ বার কোন রান না করেই সাজঘরে ফিরেছেন কোহলি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসর নেওয়া এই তারকা ক্রিকেটার সংক্ষিপ্ততম ফরমেটে ডাক মেরেছেন ৭ বার। আর সবচেয়ে বেশি ১৬ বার ওয়ানডে ফরম্যাটে শূন্য রানে আউট হয়েছেন কোহলি।
এদিকে বিরাট কোহলির এমন রেকর্ডে বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই তালিকায় বিরাটের নাম আসাটা দুর্ভাগ্যজনক। বিরাট বড় ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর রান করেছেন। তবে ৩৮ বার শূন্য করেছেন বলে তো তার ৮০ টা সেঞ্চুরি ভোলা যাবে না। এই ধরনের রেকর্ডে বড় ব্যাটারদের নাম মাঝে মাঝে চলে আসে।’
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এফএএস