দীর্ঘ তিন বছর পর টি-টোয়েন্টির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস! আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, পূনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আভাস দিয়েছেন ডু প্লেসিস। তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবো। এই বিষয়টি নিয়ে গত দুই বছর ধরেই আমরা কথা বলছি। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সামঞ্জস্য রেখেই কাজটা করতে চাই। এই বিষয়টি নিয়ে নতুন কোচের সঙ্গেও আমার কথা হয়েছে।’
সম্প্রতি ভারত সফরের জন্য দল ঘোষণার পর অভিজ্ঞ প্লেয়ারদের দলে প্রত্যাবর্তন বিষয়ে দক্ষিণ আফ্রিকার সাদা বোলার কোচ বব ওয়াল্টার জানান, আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যেমন- ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো এবং কুইন্টন ডি কক। এদেরকে একটি বিশ্বকাপের জন্য বিবেচনা করা যেতে পারে।
ঘরের মাঠে ২০২০ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ডু প্লেসি। সবশেষ ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেননি তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়াচ্ছেন ডু প্লেসি। বর্তমানে আবুধাবির টি-টেন লিগে মরিসভিল স্যাম্প আর্মির হয়ে ব্যস্ত সময় পার করছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
আরও পড়ুন: সুসংবাদ পেলেন ১০ উইকেট পাওয়া তাইজুল ও সেঞ্চুরি করা শান্ত
ক্রিফোস্পোর্টস/০৬ডিসেম্বর২৩/এমটি