
গেল কিছুদিন ধরেই উত্তেজনা ছড়িয়ে রয়েছে বাংলাদেশের ফুটবলে। হামজা চৌধুরীর আগমনে যেমন প্রশান্তির সুবাতাস বয়েছে ফুটবল পাড়ায়, তেমনি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে দলে না রাখা দিয়ে অসন্তোষ দেখা দিয়েছে দেশের ফুটবল সমর্থকদের মাঝে। প্রতিবাদে রাস্তায় বিক্ষোভও করেন তারা।
আর ফাহমিদুল ইস্যুতে ছড়িয়েছে নানা ধরনের খবর। দেশের এক গণমাধ্যমে সূত্রের নাম না প্রকাশ করার শর্তে প্রচারিত প্রতিবেদনে উঠে আসে ভেতরের কিছু তথ্য। যেখানে উল্লেখ করা হয় জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর ফল স্বরূপ ভারত ম্যাচের দল থেকে ছিটকে গেছেন ফাহমিদুল।
বিষয়টি খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফুটবল ভক্তদের মাঝে। আর এতেই বিদ্বেষ বাড়তে থাকে গোলরক্ষক শ্রাবণের প্রতি ফুটবলপ্রেমীদের। তবে এবার জাতীয় দলের এই ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন ফাহমিদুল। নিজের ফেসবুক পেইজে করা এক পোস্টে নিজের বাদ পড়ায় ইস্যুতেও কথা বলেন তিনি।
আরও পড়ুন:
» ভারতীয় মিডিয়ার দাবি ভিত্তিহীন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশার বেশি আয়
» সেহরির সময় মাঠে নামবে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
শ্রাবণের ছবি পোস্ট করে ফাহমিদুল ক্যাপশনে লিখেছেন, ‘আমি লক্ষ্য করেছি যে খেলার মাঠ থেকে কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভিন্ন মাধ্যমে কিছু খবর ছড়িয়েছে। দুর্ভাগ্যবশত নানা ধরণের তথ্য প্রচারিত হচ্ছে, যেগুলি সম্পূর্ণ সত্য নয়। খেলাধুলায়, ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেগুলি দলের ভেতরেই থাকা উচিত, কারণ প্রতিটি খেলোয়াড় খেলা এবং জাতির প্রতি নিবেদিতপ্রাণ।’
তিনি আরও বলেন, ‘মেহেদী হাসান শ্রাবণ দীর্ঘদিন ধরে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি একজন পেশাদার ক্রীড়াবিদ যিনি সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন। কোনও খেলোয়াড়েরই ধমক বা হুমকির সম্মুখীন হওয়ার যোগ্য নয়, বিশেষ করে ভক্তদের কাছ থেকে যারা তাদের প্রেরণার সবচেয়ে বড় উৎস হওয়া উচিত।’
বিদ্বেষ না ছড়িয়ে ফুটবলারদের প্রতি সম্মান ও সমর্থন দেখানোর কথা বলেন ফাহমিদুল, ‘ফুটবল ভক্ত হিসেবে, খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তাদের প্রচেষ্টাকে সম্মান করা এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। আসুন আমাদের ক্রীড়াবিদদের নিচে না ফেলে বরং তাদের উন্নতি করি।’
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৫/এফএএস
