Connect with us
ক্রিকেট

রিকি পন্টিংয়ের মন্তব্যের জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাহিম

Nazmul Abedin Fahim and Ricky Ponting
রিকি পন্টিং ও নাজমুল আবেদিন ফাহিম। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হতে বাকি হাতেগোনা আর মাত্র কয়েকদিন। দলগুলো নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো যেখানে প্রতিযোগীদের সঙ্গে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে, সেখানে বেশ লম্বা সময় ধরেই ওয়ানডে ক্রিকেটের ধারে কাছে নেই বাংলাদেশ।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। যেখানে তিনি বলেছিলেন টাইগারদের নিয়ে খুব বেশি আশাবাদী না থাকার কথা। এমনকি বাংলাদেশ দলের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি আছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এবার এই অজি তারকার মন্তব্যের জবাব দিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার, কোচ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পন্টিংয়ের সঙ্গে একমত নন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।’

আরও পড়ুন:

» বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে চান মুশতাক

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ?

নিজেদের উন্নতির জায়গা গুলোর কথা উল্লেখ করে ফাহিম অস্ট্রেলিয়াকেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।’

এদিকে এর আগে আইসিসির এক পডকাস্টে পন্টিং বলেছিলেন, ‘আমার ধারণা তাদের (বাংলাদেশ) সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’ 

এছাড়া সাকিব-তামিমদের মতো অভিজ্ঞ ক্রিটারের শূন্যতা বাংলাদেশ সহজে মেটাতে পারবে না বলে মনে করেন তিনি। পন্টিং আরও উল্লেখ করেন, ‘আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।’ অবশ্য এই টুর্নামেন্টের আগে খুব একটা স্বস্তিতে নেই তাদের দল অস্ট্রেলিয়া।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট