
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ফাহমিদুল ইসলাম ইস্যুতে উত্তাল ছিল দেশের ফুটবল অঙ্গন। মূলত ভারত ম্যাচকে সামনে রেখেই জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন এই ইতালিপ্রবাসী ফুটবলার। তবে অনুশীলন ক্যাম্পে নজর কেড়েও শেষ পর্যন্ত জাতীয় দলে মূল স্কোয়াডে ডাক পাননি এই তরুণ। তবু মনোবল হারাননি তিনি। পুনরায় জাতীয় দলে ফিরতে সুযোগের অপেক্ষায় আছেন এই ফুটবলার।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সৌদি আরবের তায়েফে ক্যাম্প করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে বল পায়ে নিজের প্রতিভার জানান দেন ফাহমিদুল। তবে ভারতের বিপক্ষে মূল স্কোয়াডে তাকে না রাখাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের জন্ম দেয় ফুটবল অঙ্গনে। ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলনেরও ডাক দিয়েছিল দেশের ফুটবল সমর্থকেরা। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়াই ভারতে উড়াল দেয় বাংলাদেশ।
ফাহমিদুলের বাদ পড়ার পেছনে অনেকে ‘সিন্ডিকেট’কে দায়ী করেন। যদিও জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা গলায় ছিল ভিন্ন সুর। তার কাছে ফাহমিদুলকে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত মনে হয়নি। আর এ কারণেই তাকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন:
» জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন কোচ পেল বাংলাদেশ
» রিশাদের বোলিংয়ের প্রশংসায় যা বললেন লাহোর ফ্রাঞ্চাইজির মালিক
তবে প্রথমবার সুযোগ না পেলেও আগামীতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগের অপেক্ষায় ফাহমিদুল। সম্প্রতি দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই তরুণ।
ফাহমিদুল বলেন, ‘জাতীয় দলের সঙ্গে ক্যাম্পের অভিজ্ঞতা ছিল খুবই দারুণ। দলের সবাইকে মিস করছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। এখনো সবার সঙ্গে এখনো আমার কথা হয়। সেদিন জামাল (ভূঁইয়া) ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। সবাইকে মিস করছি। আল্লাহ চাইলে আবার একসঙ্গে খেলব ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ফুটবল সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে অনেক সমর্থন দিচ্ছে এবং এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি বাংলাদেশের হয়ে খেলব।’
আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে কোচের নজর কাড়তে পারলে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন এই তরুণ।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৫/বিটি
