Connect with us
ফুটবল

ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে ফিরে আসার বার্তা দিলেন ফাহমিদুল

Fahamedul Islam
ফাহমিদুল ইসলাম। ছবি- বাফুফে

গেল কিছুদিন যাবত বাংলাদেশ ফুটবল দিয়ে যাচ্ছে অম্ল-মধুর মিশ্র অনুভূতি। হামজা চৌধুরীর আগমনে যেমন প্রশান্তির সুববাস বইছিল দেশের ফুটবলে, ঠিক তার বিপরীতে ব্যাপক অসন্তোষ দেখা গেছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে দল থেকে বাদ দেয়ার ঘটনায়। ভক্তদের সেই ক্ষোভ পরিণত হয়েছিল রাজপথের বিক্ষোভে।

মূলত প্রবাসী এই ফুটবলারের দল থেকে বাদ পড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করে আসছিলেন সমর্থকরা। তবে নানা প্রতিবাদ জানিয়েও ভারত ম্যাচের আগে সম্ভব হয়নি ফাহমিদুলকে দলে ফেরানো। আর জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা তার অনুশীলনে সন্তুষ্ট প্রকাশ করলেও জাতীয় দলের জন্য অপেক্ষা করতে বলেছেন আরো কিছুটা।

এবার ফাহমিদুলের জন্য সোচ্চার হওয়া ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি নিজেই। অকৃত্রিম ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। এছাড়া একদিন বাংলাদেশে ফিরে জাতীয় দলের জার্সিতে খেলার আশা প্রকাশ করেছেন তিনি নিজে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা নিজের নতুন ফেসবুক অ্যাকাউন্টে এমন বার্তা দেন ফাহমিদুল।

আরও পড়ুন:

» রোনালদোর সামনেই ‘সিউ’ উদযাপন, সেমির পথে পর্তুগালের ধাক্কা

» ৩৯ বছর পর জার্মানির ইতালি-জয়, ফ্রান্সকে জেতাতে পারলেন না এমবাপ্পে

এক পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন এবং উৎসাহের জন্য সত্যিই কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার পুরো যাত্রা জুড়ে অনেক কিছুরই মূল্য রেখেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

দল থেকে বাদ পড়লেও তার যাত্রা এখনও শেষ হয়নি বলে জানান ফাহমিদুল, ‘আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে, আমি বিশ্বাস করি সবকিছুই একটি কারণে ঘটে এবং আমার যাত্রা এখনও শেষ হয়নি।’

আবারও বাংলাদেশ দলে ফেরার আশা ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন, একদিন আমি লাল-সবুজের জার্সি পরে মাঠে নামব। দেশ এবং দেশের আবেগপ্রবণ ভক্তদের জন্য আমার সর্বস্ব উৎসর্গ করব। ততক্ষণ পর্যন্ত, আমি সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যেতে চাই।’

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল