Connect with us
ক্রিকেট

অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল, সাকিব প্রসঙ্গে কী হবে সিদ্ধান্ত?

shakib al hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গতকাল সিলেটে আলোচনায় বসে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা। যেখানে আলোচনা হয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের থাকা প্রসঙ্গে। তবে সাকিব ইস্যুতে কোন সিদ্ধান্তে আসতে না পারার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। কেননা ত্রুটিপূর্ণ অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছে সাকিব আল হাসানের বোলিং।

গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে নিজের বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে পরীক্ষা দিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে সে সময় এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর নিজেকে প্রমাণে ভারতের চেন্নাইয়ে আরও একবার ল্যাব পরীক্ষা দিয়েছিল সাকিব। সেই পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত অপেক্ষায় ছিল বিসিবি।

এবার জানা গেল চেন্নাইয়ে সাকিবের দেয়া বোলিং একশন পরীক্ষার ফলাফল। ২১ ডিসেম্বর চেন্নাইয়ের বোলিং অ্যাকশন ল্যাবে দেয়া পরীক্ষায় আবারও অনুত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছে দেশের জনপ্রিয় গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’। এতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার থাকার সম্ভাবনা কমে গেছে আরও অনেকটাই বেশি। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের প্রাথমিক দল।

আরও পড়ুন:

» রোনালদোর আল নাসরের ম্যাচসহ আজকের খেলা (৯ জানুয়ারি ২০২৫)

» এসএ টি-টোয়েন্টি ২০২৫ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

গতকালই আলোচনা শেষে বিসিবি নির্বাচকরা জানান সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এবার ফলাফল এসেছে, তবে এই অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিং করতে পারবেন না সাকিব। তবুও যদি বিসিবি তাকে খেলাতে চায়, তবে তিনি সুযোগ পেতে পারেন একজন ব্যাটার হিসেবে। অবশ্য এমন কিছু হওয়ার সম্ভাবনা বেশ কম।

অবশ্য ১২ জানুয়ারির পরেও বিসিবি চাইলে পরিবর্তন আনতে পারবে আইসিসিকে পাঠানো প্রাথমিক দলে। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিবকে নিয়ে আর কোন আশা রাখতে চাইবে, নাকি বিকল্প কাউকে নিয়ে শুরু থেকেই পরিকল্পনা সাজাবে ক্রিকেট বোর্ড, তা এখন দেখার বিষয়। তবে আপাতদৃষ্টিতে ধারণা করা হচ্ছে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে দেখার সম্ভাবনা এখন খুব একটা নেই সাকিবকে।

প্রসঙ্গত, এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল আম্পায়াররা। সেই প্রেক্ষিতে তাকে দিতে হয়েছে বোলিংয়ের অ্যাকশন পরীক্ষা। পরবর্তীতে বড় দুঃসংবাদ পান এই টাইগার অলরাউন্ডার। ত্রুটিপূর্ণ অ্যাকশনের অভিযোগে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যা কার্যকর হবে আন্তর্জাতিক ক্রিকেটেও।

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট