Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি হিসেবে ডাক পেলেন যিনি

Fakhar Zaman
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ফখর জামান। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা আশানুরূপ হয়নি স্বাগতিক পাকিস্তানের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে হারের পাশাপাশি বড় দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকরা। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন দলটির তারকা ওপেনার ফখর জামান। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের শুরুতেই চোটে পড়েন ফখর। ম্যাচের দ্বিতীয় বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে আঘাত পান তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে আবার মাঠে নামলেও বেশিক্ষণ ফিল্ডিং করতে পারেননি। এরপর মাঠ থেকে উঠে যান এই তারকা।

পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ও দেরিতে নামেন ফখর। ওপেনিংয়ে নামার কথা থাকলেও চারে নামেন তিনি। তবে ব্যাটিংয়ের সময় চোট নিয়ে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন। রান নেওয়ার সময় ঠিকমতো দৌড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত ৪১ বলে করেন ২৪ রান করে আউট হয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এই তারকা।


আরও পড়ুন:

» একুশে পদক পাওয়ার কয়েক ঘণ্টা পর সাবিনাদের বাদ দিয়ে দল ঘোষণা

» মুশফিকের ইমামতিতে মোশতাক-রিয়াদ-মিরাজদের নামাজ আদায় 


এ প্রসঙ্গে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফখর জামানের চোট গুরুতর হওয়ায় টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না।’

নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পাকিস্তান। সেইসঙ্গে বাকি দুই গুরুত্বপূর্ণ ম্যাচে ফখরের না থাকাটা বেশ ভোগাবে পাকিস্তানকে। তবে বাকি ম্যাচের জন্য ফখরের বদলি হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ ওপেনার ইমাম-উল-হক। আইসিসির অনুমতির পর স্বাগতিকদের স্কোয়াডে যুক্ত করা হয়েছে এই তারকাকে।

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট