আর্জেন্টিনার সাদা-নীল আকাশ থেকে যেন এক নক্ষত্রের পতন হয়েছে৷ আনহেল ডি মারিয়া–আর্জেন্টিনার সমর্থকদের কাছে নক্ষত্রের চেয়েও কম নয়৷ সিনেমার নায়কের পার্শ্বচরিত্রের মতোই সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার যাবতীয় অর্জনের অন্যতম কারিগর ডি মারিয়া৷ এবার প্রায় দেড় যুগের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার৷
ডি মারিয়া অনেকটা দ্য ম্যান অব ফাইনাল! কারণ আর্জেন্টিনার ফাইনাল মানেই যেন ডি মারিয়ার গোল৷ গত কয়েক বছরে আর্জেন্টিনার জার্সিতে তা অভ্যাসে পরিণত করেছেন তিনি। ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের আক্ষেপ মেটানোর দিনে ত্রাতা হন তিনি। ফাইনালের একমাত্র গোলটি আসে তারই পা থেকে৷ শুধু তাই নয়, একই বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়েও গোল করে অবদান রাখেন ডি মারিয়া৷
সর্বশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালেও ওই একই চরিত্রের দুর্দান্ত প্রদর্শনী। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোল করে দলকে এগিয়ে দেন তিনি৷ শেষ পর্যন্ত রোমাঞ্চকর টাইব্রেকারে জয় দিয়ে ফুটবল ইতিহাসে তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে আলবিসেলেস্তেরা৷
আরও পড়ুন:
» আর্জেন্টিনার জার্সিতে যতগুলো ফাইনাল খেলেছেন মেসি
» চলতি শতকের অপ্রতিরোধ্য দল আর্জেন্টিনা, ১০ বছরে ৬ ফাইনাল
ফাইনালে গোল করাকে অভ্যাসে পরিণত করা ডি মারিয়ার কাছে মেসির প্রত্যাশা- এবারের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষেও হয়ত গোল করবেন ডি মারিয়া৷ দক্ষিণ আমেরিকার ক্রীড়া ভিত্তিক চ্যানেল ডিরেক্ট টিভি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই শুনিয়েছেন মেসি৷ তিনি বলেন,’কে জানে, হয়ত ডি মারিয়া ফাইনালে আরও একটি গোল করবে। যেমনটি সে আগের সবগুলো ফাইনালে করেছে। এটা হবে অসাধারণ। তবে দল এখনও আশা করছে সে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেবে। আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা রয়েছে। তবুও সে তার সিদ্ধান্তে অনড়। তাই এখন সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ নেই৷’
যদিও কোপার ফাইনালে কোনো গোলের দেখা পাননি ডি-মারিয়া। তবে ১১৭ মিনিট খেলে তিনটি বড় সুযোগ তৈরি করেছিলেন তিনি। লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ে করা গোল থেকে কলম্বিয়াকে ১-০ হারিয়ে ১৬তম কোপা শিরোপা জয় করে আর্জেন্টিনা। তাই আকাশী-নীলদের জার্সিতে বিদায়টাও স্মরণীয় হয়ে থাকলো ডি-মারিয়ার।
গত বছরের নভেম্বরেই এবারের কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন ডি মারিয়া৷ সেই সিদ্ধান্তে এখনো অটল রয়েছেন তিনি। তাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি চিরদিনের জন্য তুলে রাখবেন ডি মারিয়া৷
আরও পড়ুন:
» ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টে সুযোগ পাচ্ছেন রিশাদ?
» ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
যে দলে লিওনেল মেসি খেলেন, সেই দলে অন্য তারকারা স্বাভাবিকভাবেই দৃষ্টিপ্রদীপের আড়ালেই থাকবেন৷ ডি মারিয়ার ক্ষেত্রেও এমনটির ব্যতিক্রম হয়নি৷ ক্যারিয়ার জুড়েই ছিলেন লিওনেল মেসির আড়ালে৷ অথচ জাতীয় দলের জার্সিতে ভীষণ সফল এই অ্যাটাকিং মিডফিল্ডার। সবমিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৪৫টি ম্যাচে গোল পেয়েছেন ৩১টি৷ পাশাপাশি ২৩টি গোলে সহায়তাও করেছেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে একটি বিশ্বকাপ, দুইটি কোপা আমেরিকার ও ১টি ফিনালিসমার শিরোপা জিতেছেন এই ৩৬ বছর বয়সী তারকা।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/বিটি