Connect with us
ক্রিকেট

পাকিস্তান দলের সঙ্গে ডলারের বিনিময়ে নৈশভোজে ভক্তরা

Babar Azam and Shaheen Shah Afridi
বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি। ছবি - সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথভাবে আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। গত ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির পর্দা উঠেছে। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ খেলতে মাঠে নামা হয়নি ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানের। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

নিজেদের প্রথম ম্যাচের আগে লম্বা বিরতিও পেয়েছিল বাবর আজমের দল। তাই এই সময়টাকে কাজে লাগাতে দেশটিতে স্থানীয় বাসিন্দাদের দ্বারা আয়োজিত এক নৈশভোজে অংশ নেয় পাকিস্তান দল। ‘মিট এন্ড গ্রিট’ নামে আয়োজিত সেই নৈশভোজ পার্টি রাত ১১ টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলেছিল।

পার্টিতে অনেক পাকিস্তানি ভক্তই এসেছিলেন যারা কেবল অর্থের বিনিময়েই বাবর-রিজওয়ানদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন। অর্থাৎ শুধু এন্ট্রি ফির বিনিময়ে ভক্ত-সমর্থকরা পাকিস্তানের বিশ্বকাপ দলের ক্রিকেটারদের সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার পাশাপাশি সেলফি তোলার সুযোগ পেয়েছেন। এই ‘মিট এন্ড গ্রিট’ এর এন্ট্রি ফি ২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

আরো পড়ুন : নিজেদের ‘মায়ের দোয়া টিম’ বলে সাকিবের রসিকতা

পাকিস্তানের বিশ্বকাপ দলের এমন কাণ্ড সবাই অবশ্য খুব ভালোভাবে নেয়নি। এই যেমন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফই এমন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। লতিফ বলেন, ‘আনুষ্ঠানিক নৈশভোজের সঙ্গে এখন আবার ব্যক্তিগত নৈশভোজ যোগ হয়েছে। এমন কাজ করাটা ঠিক হয়নি। এটা ভয়ানক ব্যাপার যার অর্থ দাঁড়াচ্ছে আপনি ২৫ ডলার খরচ করেই আমাদের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। সেখানে অপ্রীতিকর কিছু ঘটলে খেলোয়াড়দের উপর তার নেতিবাচক প্রভাব পড়তো।’

ক্রিফোস্পোর্টস/০৬জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট