Connect with us
ক্রিকেট

সৌরভের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও কৃতিত্ব দেয়না কেউ!

সৌরভ গাঙ্গুলী। ছবি- সংগৃহীত

দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারত। গেল বছর ঘরের মাটিতে শিরোপা জয়ের অনেক কাছে গিয়েও হোঁচট খেয়েছিল দলটি। এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই ভারত জিতে নিল সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পথে দলের প্রতিটা সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়ক ও কোচের মাস্টার মাইন্ডের।

বর্তমানে সকলে ভারতের বিশ্বজয়ের আনন্দে মেতে থাকলেও অনেকে ভুলে গেছেন পুরনো সমালোচনা। যেটি মনে করে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী। তার হাত ধরেই ভারতীয় ক্রিকেটে শুরু হয় রোহিত শর্মার নেতৃত্ব। বিশ্বজয়ী দলের কোচ রাহুল দ্রাবিড়কেও দলভুক্ত করেছিলেন তিনি। তবে রোহিতকে অধিনায়ক করে ব্যাপক সমালোচনা পড়তে হয়েছিল সৌরভ গাঙ্গুলীকে।

প্রথমবারের মতো ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রধান নির্বাচিত হয়েছিলেন সৌরভ। এর দুই বছর বাদেই দলের সকল ফরমেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। অবশ্য সে সময় কোহলির সরাসরি দাবি করেছিলেন তার সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে সৌরভ গাঙ্গুলীর বেশ সমালোচনা করে কোহলি ভক্তরা।

তবে এবার রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর পুরনো বিষয়ে মুখ খুললেন গাঙ্গুলী, ‘রোহিত শর্মাকে যখন ভারতীয় দলের অধিনায়ক করেছিলাম আমি, তখন সবাই সমালোচনা করেছিল। তবে এখন যখন রোহিতের নেতৃত্বেই আমরা বিশ্বকাপ জিতেছে, তখন সকলেই চুপ। আসলে আমি যে তাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলাম, সেটা সবাই ভুলে গেছে।’

তবে বিশ্বকাপ জয় অধিনায়কের পাশাপাশি বিশেষ ভূমিকা রয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের। যার ছোঁয়ায় বদলে গেছে গোটা দল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাড়িয়ে ছিলেন রবি শাস্ত্রী। সে সময় সৌরভ গাঙ্গুলী নিজেই দলের কোচ হিসেবে অন্তর্ভুক্ত করেন রাহুল দ্রাবিড়কে। তার এই সিদ্ধান্তগুলো যে কতটা যৌক্তিক ছিল তা প্রমাণ পায় ভারতের এই চূড়ান্ত সাফল্য দেখে।

এদিকে ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে আইপিএলে দিল্লির মেন্টর হিসেবে যুক্ত আছেন গাঙ্গুলী। দিল্লি নিয়ে তার পরিকল্পনা, ‘পরবর্তী আইপিএলে দিল্লি ক্যাপিটালস জিতুক তেমনটাই চাই। ইতোমধ্যে আসন্ন টুর্নামেন্টের জন্য পরিকল্পনা শুরু করেছি। (পুরনো কোচ দায়িত্ব ছাড়ায়) প্রধান কোচ হিসেবে দলে একজন ভারতীয় সাবেক ক্রিকেটারকে যুক্ত করার জন্যে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব।’

আরও পড়ুন: বন্ধুর বিপক্ষে ফাইনাল খেলার আশা পূরণ হলো না মেসির

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট