২০২৪ সাল পেরিয়ে এসেছে নতুন বছর। বছরজুড়ে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে চলেছে দেশের ফুটবলের কার্যক্রম। নারী ফুটবলের অপ্রতিরোধ্য সাফল্য যেমন ছিল, তেমনি পুরুষ দলের হতাশাজনক পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের হতাশ করেছে। এ বছর ছিল বাফুফের নির্বাচনের বছর। পাশাপাশি দেশের ফুটবলে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। বিদায়ী বছরকে ফিরে দেখা যাক বিশ্লেষণধর্মী আলোচনায়।
২০২৪ সাল বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক সফলতার গল্প। এ বছর সবচেয়ে বড় অর্জন ছিল নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখা। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে বাংলাদেশ শিরোপা ধরে রাখে। ২০২২ সালে প্রথমবারের মতো সাফ জেতা নারী দল এ বছরও তাদের যোগ্যতার প্রমাণ দেয়।এছাড়াও, ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারতের সঙ্গে। একইসঙ্গে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপেও শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।
২০২৪ সালে সাফ অঞ্চলের চারটি ট্রফির মধ্যে তিনটিই আসে নারী ফুটবলে। সব মিলিয়ে, বিদায়ী বছরে সাফল্যের পাল্লা ছিল নারীদের পক্ষে।
নারী ফুটবলের সাফল্যের বিপরীতে ২০২৪ সাল ছিল পুরুষ ফুটবলের জন্য হতাশার বছর। এ বছর পুরুষ জাতীয় দল ৮টি ম্যাচ খেলে মাত্র দুটি জয় পায়। জয় দুটি ছিল ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। কিন্তু একই দুই দলের বিপক্ষেই আবার হারের মুখ দেখেছে বাংলাদেশ। দীর্ঘ আট বছর পর ভুটানের কাছে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে।
মালদ্বীপের বিপক্ষে ঢাকার মাঠে প্রথমবারের মতো হারে লাল-সবুজের প্রতিনিধিরা। এই পারফরম্যান্স বাংলাদেশের পুরুষ ফুটবলের দুর্বলতা ও সামগ্রিক অবস্থার প্রতিফলন ঘটায়।
২০২৪ সালের অন্যতম আলোচিত বিষয় ছিল বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর বিদায় নেন কাজী মো. সালাউদ্দিন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল।তাবিথ আউয়ালের সভাপতিত্বে দেশের ফুটবলে নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে, ঘরোয়া ফুটবলে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
নারী ফুটবলে ২০২৪ সালের আরেকটি চমক ছিল নাসরিন স্পোর্টস একাডেমির চ্যাম্পিয়ন হওয়া। বসুন্ধরা কিংস লিগে অংশ না নেওয়ায় নতুন চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসে নাসরিন।
পুরুষ ফুটবলে নতুন টুর্নামেন্ট হিসেবে যুক্ত হয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যকার এক ম্যাচের টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের প্রথম আসরে বসুন্ধরা কিংস মোহামেডানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
আরও পড়ুন:
» টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল আফগানিস্তান
» প্রিমিয়ার লিগের ম্যাচসহ আজকের খেলা (১ জানুয়ারি ২৫)
বিদায়ী বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘটনা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অনুমোদন পাওয়া। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার লেস্টার সিটির প্রতিনিধিত্ব করেন। ফিফার অনুমোদন পেয়ে তিনি এখন বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তুত। তার অভিষেক হতে পারে ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে।
২০২৪ সালে বিদায় নিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তার মতো এ বছর আরও পাঁচজন সদস্য চিরবিদায় নিয়েছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান ছিল অনন্য। তাদের মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
২০২৪ সালে এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটে তিন বাংলাদেশি নারী ফুটবলারের। ভুটানের ক্লাব রয়েল থিম্পু এফসির হয়ে খেলেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। অধিনায়ক সাবিনা খাতুন সময়মতো ছাড়পত্র না পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারেননি।
রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র এবারের মৌসুমে অংশ নেয়নি। আবাহনীও বিদেশি খেলোয়াড় ছাড়া অংশ নেয়।
এছাড়া চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে ফুটবলের জন্য ১০ বছরের জন্য বরাদ্দ দেওয়ার মাধ্যমে দেশের ফুটবল একটি নতুন স্থাপনার মালিকানা পায়।
সামগ্রিক ভাবে ২০২৪ সালে নারীদের অগ্রযাত্রা যেমন ছিল প্রশংসনীয়, তেমনি পুরুষ ফুটবলে হতাশার ছবি স্পষ্ট। নতুন নেতৃত্বের অধীনে আগামী বছরগুলোতে ফুটবল উন্নয়নের পরিকল্পনা কেমন হয়, সেটি দেখার অপেক্ষায় দেশের ক্রীড়াপ্রেমীরা।বিদায়ী বছর ফুটবলের সাফল্য ও ব্যর্থতার মিশ্র গল্প বলছে।
২০২৫ সাল দেশের ফুটবলের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এটাই প্রত্যাশা দেশবাসীর।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/আইআর/এফএএস