Connect with us
ক্রিকেট

শেখ হাসিনার বিদায়, নিজ এলাকায় বিপাকে সাকিব-মাশরাফি

সাকিব ও মাশরাফি। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন যাবত ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। যেখানে শিক্ষার্থীদের কোটা আন্দোলন এক পর্যায়ে পরিণত হয় গণমানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের চাপে শেষ পর্যন্ত এক দফা দাবি মেনে পদত্যাগ করে দেশ ছাড়েন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতেই বিপাকে পড়ে দেশে থাকা তার দলের অসংখ্য নেতাকর্মী।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের প্রায় সকল শ্রেণী পেশার জনগণ। বাদ যাননি ক্রীড়াঙ্গনের তারকারাও। ক্রিকেট মাঠের প্রায় সকলেই যখন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন জানাচ্ছিল, তখন একেবারে নীরব দর্শক হয়ে দেখছিলেন হাসিনা সরকারের এমপি ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।

প্রিয় দুই তারকার এমন নিশ্চুপ ভূমিকায় বেশ ক্ষুব্ধ হন তার ভক্ত সমর্থকসহ সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন চলাকালে একবার নিজের এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিতেও দেখা গিয়েছিল মাশরাফিকে। এদিকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়লে আ’লীগের অন্যান্য নেতাকর্মীদের মত নিজ এলাকায় বিপাকে পড়েন সাকিব-মাশরাফিও।

গত ৫ আগস্ট দুপুরের পর শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়ালে গোটা দেশে বয়ে যায় আনন্দ মিছিল। যেখানে সাধারণ জনতার পাশাপাশি ছিল বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল কিংবা প্রাক্তন সরকারের বিরোধী সকল শক্তিরাও। তাদের একটা অংশ পূর্ব আক্রোশের জেরে বা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটায় আ’লীগের বিভিন্ন নেতার কার্যালয় ও বাসভবনে।

নড়াইল-২ আসনের ব্যাপক জনপ্রিয় এমপি মাশরাফি বিন মুর্তজার বাসায়ও চলে হামলা। এ সময় তার ডুপ্লেক্স বাড়িতে হামলা-লুটপাটের মত ঘটনা ঘটে। পরবর্তীতে বিক্ষুব্ধ দুষ্কৃতিকারীরা মাশরাফির বাসায় অগ্নিসংযোগ করে। এছাড়া জেলা আ’লীগ অফিসসহ নড়াইলের অসংখ্য প্রাক্তন সরকারের নেতা কর্মীদের বাড়িতে এমন হামলা চলে।

মাশরাফির বাড়িতে আগুন।

এদিকে এখন পর্যন্ত বিদেশে লীগ খেলতে থাকা সাকিব আল হাসানের মাগুরা জেলার কেশব মোড় এলাকার বাড়িতে তেমন কোন হামলার ঘটনা না ঘটলেও গুড়িয়ে দেওয়া হয়েছে তার রাজনৈতিক অফিস। সাকিব ছিলেন হাসিনা সরকারের মাগুরা-১ আসনের এমপি। তবে ছাত্র আন্দোলনে নিশ্চুপ ভূমিকা পালন করায় মাশরাফির মত তিনিও হয়েছেন বেশ বিতর্কিত।

বর্তমানে মাশরাফি বিন মুর্তজা কোথায় আছেন তা নিশ্চিত করে বলা যায়নি। কানাডা লিগে খেলা সাকিব পরিবারের সঙ্গে সময় কাটাতে আছেন যুক্তরাষ্ট্রে। তবে পাকিস্তান সফরের জন্য শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে। যদিও এমন পরিস্থিতিতে তিনি দেশে ফিরবেন নাকি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাকিস্তান যাবেন সে বিষয়টি এখনও জানা যায়নি।

আরও পড়ুন: সিরিজ বাঁচাতে আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে ভারত

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট