নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছে ফারজানা হক। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার করা ১০২ রানে ভর করেই ২২২ রান সংগ্রহ করেছিল টাইগ্রেসরা।
তবে দক্ষিণ আফ্রিকা ২৯ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে উক্ত রানের লক্ষে পৌঁছে যায়। ফলে ৮ উইকেটের জয় নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফিরল স্বাগতিকরা।
এই ম্যাচে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। তবে এখন সিরিজের ফয়সালার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩ ডিসেম্বর বেনোনির তৃতীয় ওয়ানডে পর্যন্ত।
প্রথম ম্যাচে দাপুটে বলিংয়ে প্রোটিয়াদের মাত্র ১৩১ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে৷ আজকের ম্যাচে তেমন কোনো চমক দেখাতে পারেনি বোলাররা।
দ্বিতীয় ইনিংসে ২২৩ রান তাড়া করতে নেমে দারুন শুরু করে প্রোটিয়ারা। ওপেনিং জুটি থেকে আসে শতরান। এরপর দলিও ১০৬ রানে দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে লড়ায়ে ফেরে বাংলাদেশ। তবে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে জয়ের প্রান্তে পৌঁছে যায় তারা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কেউই তেমন সুবিধা করতে পারেনি। শুধু ফারজানার ব্যাট থেকে এসেছে ১০২ রান। যার জন্য তিনি ১৬৭ বল খেলেছেন।
আরও পড়ুন: আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমএ