
রিয়া গোপ– সাড়ে ছয় বছর বয়সী ছোট্ট শিশু। মা-বাবার সঙ্গে থাকত নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায়। গেল বছর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল সেখানেও। ১৯ জুলাই বিকেলে নয়ামাটি এলাকায় সংঘর্ষের মধ্যেই শুরু হয় গুলিবর্ষণ। সেই গুলির বলি হয় বাসার ছাদে থাকা নিষ্পাপ শিশু রিয়া। বাবার কোলে মুহূর্তেই লুটিয়ে পড়ে তার নিথর দেহ।
এবার সেই শহীদ শিশুটির নামেই নামকরণ করা হলো নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য ক্রীড়া স্থাপনা ফতুল্লার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। এখন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নতুন নাম শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
গেল বছর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বদল আসছে দেশে একের পর এক সেক্টরে। কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নামের ক্ষেত্রেও আসছে বদল। ক্রীড়াঙ্গনেও লেগেছে সেই পরিবর্তনের ছোয়া। ফতুল্লা ছাড়াও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামেও এসেছে বদল।
আরও পড়ুন:
» হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে তামিম ইকবাল
» নেশনস লিগের সেমিতে চার পরাশক্তি, কে কার প্রতিপক্ষ?
গতকাল ২৩ মার্চ প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক এই দুই স্টেডিয়ামসহ জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে মোট ২০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করার কথা জানিয়েছে এনএসসি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম’।
এছাড়া রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম এখন থেকে পরিচিত হবে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহী নামে। পাশাপাশি বিভিন্ন জেলার আরও কয়েকটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ‘জেলা স্টেডিয়াম’ হিসেবে। এদিকে কিছুদিন আগে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) করা হয়েছিল।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস
