টি-টোয়েন্টি ক্রিকেটে ‘কৃপণ’ বোলিং করে বিশ্ব রেকর্ড করলেন কিউই পেসার লকি ফার্গুসন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার (১৭ জুন) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয় নিউজিল্যান্ড। এই ম্যাচে বল হাতে বিশ্বরেকর্ড গড়েছেন ফার্গুসন।
এ ম্যাচে নিজের চার ওভারের স্পেলে কোনো রান হজম করেননি অর্থাৎ চারটি ওভারই মেডেন নিয়েছেন ফার্গুসন। পাশাপাশি ৩টি উইকেটও শিকার করেছেন এই পেসার। আর টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে সফল বোলিং স্পেল।
টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগেও চার ওভারের স্পেলে কোনো রান না দেওয়ার রেকর্ড রয়েছে। ২০২১ সালে কানাডার সাদ বিন জাফর পানামার বিপক্ষে চার ওভার মেডেন করে ২টি উইকেট শিকার করেছিলেন। তবে ফার্গুসন ৩টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
আরও পড়ুন:
» নেপালের বিপক্ষে ম্যাচসেরা বোলিংয়ে যত রেকর্ড সাকিবের
» সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচগুলো কখন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চার ওভারের স্পেলে কোনো রান না দেওয়ার রেকর্ড এটিই প্রথম। এর আগে সর্বোচ্চ ২টি ওভারেই মেডেন নিতে পেরেছিলেন বোলাররা।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ জন বোলার চার ওভারের স্পেলে ২টি করে মেডেন নিয়েছেন। এই তালিকায় গতকাল (১৭ জুন) তৃতীয় পেসার হিসেবে নাম লিখেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম সাকিব হাসান সাকিব। নেপালের বিপক্ষে চার ওভারে ২ মেডেনসহ ৭ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন এই উঠতি তারকা।
এর আগে ২০১২ বিশ্বকাপে ভারতের হরভজন সিং ইংল্যান্ডের বিপক্ষে এবং শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে ২টি করে মেডেন করেছিলেন।
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/বিটি