সম্প্রতি কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর এতে করে টানা তিন মেজর টুর্নামেন্টের ফাইনাল জয়ের কীর্তি গড়েছে আলবিসিলেস্তেরা। ফুটবল ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা দুই মহাদেশীয় শিরোপার পাশাপাশি বিশ্বকাপ জয়ী দল এখন আর্জেন্টিনা। এমন অর্জনের পর উৎসাহে মাতোয়ারা হয়ে ওঠে আর্জেন্টাইন ফুটবলাররা; আর এতেই বাধে বিপত্তি।
গত ১৫ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। তারপর দলের টিম বাসের ভেতর বেঁচে গিয়ে বিজয় উদযাপন করে শিরোপাজয়ীরা। তখন সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। যেখানে তাকে ফ্রান্সকে নিয়ে অপমানজনক বর্ণবাদী গান গাইতে শোনা যায়।
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ফার্নান্দেজের সেই ভিডিও। যেখানে দেখা যায় তার সঙ্গে সেই গানের সুর মিলাচ্ছেন দলের বাকি সদস্যরাও। তবে এমন আপত্তিকর ও বিতর্কিত ভাবে জয় উদযাপনের জন্যে ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ, ‘জাতীয় দলের জয় উদযাপনের সময় আমার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওর কারণে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
সেখানে তিনি আরো বলেন, ‘এই গানে অপমানজনক ভাষা ব্যবহার করা হয়েছে। এমন কাজ করার জন্যে আমরা কোন অজুহাত দেখাতে পারি না। আমি কখনোই বৈষম্যের পক্ষে নই। শিরোপা উদযাপনের উন্মাদনায় আমরা এমনটা করে ফেলেছি, যার কারণে ক্ষমা চাই। ওই ভিডিও, ওই মুহূর্ত, ওই শব্দগুলো দিয়ে আমার বিশ্বাস বা চিন্তা ধারণা ফুটিয়ে তোলা যাবে না। আমি সত্যই দুঃখিত।’
ফার্নান্দেজের গাওয়া সেই বর্ণবাদী গানটির সূত্রপাত ঘটায় আর্জেন্টাইন দর্শকরা। মূলত ২০২২ ফিফা বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সামনে আসে এই গান। তবে এদিকে ফার্নান্দেজ ক্ষমা চাওয়ার আগেই বিষয়টি নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন অভিযোগ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ও ফিফার কাছে।
আরও পড়ুন: ইউরোর সেরা একাদশে স্পেনের আধিপত্য
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/এফএএস