কোপা আমেরিকা বা দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে দু মাসেরও কম সময় বাকি। আর তার আগেই জাতীয় দলের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় পরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে কোপায় খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে এই আর্জেন্টাইন মিডফিল্ডার চেলসির হয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে খেলা ত্যাগ করেছেন।
কেননা বেশ কিছুদিন যাবতীয় কুঁচকির নিচের অংশে ব্যথা অনুভব করে আসছিলেন এনজো ফার্নান্দেজ। তবে হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় এবং আর্জেন্টিনার হয়ে কোপা খেলতে গতকাল এই ফুটবলারের অস্ত্রোপচার করানো হয়েছে। এর ফলে গত রাতে চেলসি এক বিবৃতি দিয়ে চলতি প্রিমিয়ার লিগের বাকি ছয় ম্যাচে ফার্নান্দেজের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
কোপা আমেরিকার আগে যাতে সম্পূর্ণভাবে ফিট হয়ে উঠতে পারেন এনজো ফার্নান্দেজ তাই আরও আগে থেকেই তার এই অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়ে আসছিল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে সুবিধাজনক অবস্থানে না থাকা চেলসির চাওয়া ছিল চলতি মৌসুম শেষ করে এই আর্জেন্টাইন ফুটবলারের চূড়ান্ত চিকিৎসা করানোর।
তবে বেশি দেরি করে অস্ত্রোপচার করানো হলে কোপা আমেরিকার আগে পুরোপুরি ফিট হয়ে নাও উঠতে পারেন, এমন চিন্তা ভাবনা থেকে এখনই নিজের চিকিৎসা করিয়ে নিলেন ফার্নান্দেজ। এনজোর সফল অস্ত্রোপচার শেষে নিজের ইনস্টাগ্রামে ‘সুস্থ হয়ে ওঠো, ভালোবাসা’ ক্যাপশন ব্যবহার করে একটি স্টোরি দিয়েছেন তার জীবনসঙ্গীনি ভ্যালেন্টিনা কার্ভান্তেস।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, তার এই সমস্যা কাটিয়ে সম্পূর্ণভাবে ফিট হয়ে মাঠে ফিরতে প্রায় মাসখানেক সময় লাগতে পারে। এতে কোপার আগেই ফিট হয়ে উঠতে পারেন তিনি। আর এজন্যই চেলসির হয়ে ম্যাচ খেলার থেকে কোপা আমেরিকাকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত নিজের চিকিৎসা সেরে ফেলেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার আসন্ন আসর। যেখানে উদ্বোধনী ম্যাচেই আর্জেন্টিনা খেলবে কানাডার বিপক্ষে। টুর্নামেন্টের শুরু থেকে দলের সঙ্গে যুক্ত হতে এখনই অস্ত্রোপচার করানোর কোন বিকল্প ছিল না এনজো ফার্নান্দেজের কাছে। বর্তমানে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার।
উল্লেখ্য, আসন্ন কোপা আমেরিকায় ল্যাটিন আমেরিকার ১৪টি দেশের সঙ্গে কনকাকাফ অঞ্চলের দুই দল কানাডা ও কোস্টারিকাও থাকছে। গ্রুপ অব ডেথখ্যাত ‘এ’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মহাদেশীয় দুই প্রতিপক্ষ পেরু এবং চিলি। সর্বশেষ গ্রুপে যুক্ত হয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। এদিকে প্রিমিয়ার লিগে বাজে সময় কাটানো চেলসি রয়েছে পয়েন্ট তালিকার নবম অবস্থানে।
আরও পড়ুন: মুশফিক লিখলেন মাশাআল্লাহ, রুবেলের কমেন্ট ‘খুবই দুঃখজনক ভাই’
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এফএএস