Connect with us
ফুটবল

ফিফা ২০২৩: বর্ষসেরা কোচের তালিকায় আছেন যারা

FIFA COACH
ফিফা ২০২৩: বর্ষসেরা কোচের তালিকা প্রকাশ। ছবি- টুইটার

প্রকাশিত হয়েছে ফিফা ২০২৩ বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে দলকে পারফর্ম করানো সেরা তিনজন কোচের নাম। এর মধ্যে আছেন পেপ গার্দিওলা, লুসিয়ানো স্পালেত্তি ও সিমোনে ইনজাগি। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এদের মধ্য থেকে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ফিফার বর্ষসেরা কোচেরের তালিকায় প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল পাঁচজনের নাম। তারপর বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক তিনজনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় দলের অধিনায়ক, কোচ, ক্রীড়া সাংবাদিক ও ভক্তদের ভোটের ভিত্তিতে একজনকে দেওয়া হবে এই ‘ফিফা দ্য বেস্ট কোচ’ পুরস্কার।

সংক্ষিপ্ত এই তালিকা প্রস্তুত করা হয়েছে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত কোচদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। তবে গেল বার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি ফিফা ২০২২ সেরা কোচের খেতাব পেয়েছিলেন। তবে এবারের সংক্ষিপ্ত তালিকায় থাকছে না তার নাম।

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার দেওয়া হচ্ছে ২০১৬ সালের পর থেকে। এখন পর্যন্ত সর্বোচ্চ চার বার পেপ গার্দিওলা সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন। তবে এর আগে একবারও সেরা হতে পারেননি তিনি। সেরা কোচের তালিকায় থাকা বাকি দুইজন ইনজাগি ও স্পালেত্তি প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় নাম লিখিয়েছেন।

আরও পড়ুন: ফাইনালে হারের ২৪ দিন পর অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল