
নারী ফুটবল বিশ্বকাপ ২০৩৫ সালের আসরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাজ্যকে নিশ্চিত করেছে ফিফা। সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাজ্যই একমাত্র বৈধ প্রার্থী হিসেবে আবেদন করেছিল।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড একত্রে টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করে। যদিও শেষ দিকে স্পেনেরও কিছু আগ্রহের খবর শোনা গিয়েছিল, তবে তারা আনুষ্ঠানিকভাবে বিড জমা দেয়নি।
ফিফার রোটেশন নীতির আওতায় ২০৩৫ বিশ্বকাপ ইউরোপ বা আফ্রিকার কোনো দেশে আয়োজন করার শর্ত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যের বিড গ্রহণযোগ্য হওয়ায় তারা আয়োজক হওয়ার স্বীকৃতি পেয়েছে।
আরও পড়ুন
» হামজার পর বাফুফের ক্যাম্পে এলেন আরও দুই প্রবাসী ফুটবলার
» আইসিসি নারী বিশ্বকাপ বাছাই : আম্পায়ার তালিকায় দুই বাংলাদেশি
বেলগ্রেডে অনুষ্ঠিত ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, আমি নিশ্চিত করতে পারি যে আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও কনকাকাফ অঞ্চলের কয়েকটি দেশে। আর ২০৩৫ বিশ্বকাপের আয়োজক হবে যুক্তরাজ্য।
ফিফা ২০৩১ সাল থেকে নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮-এ উন্নীত করার পরিকল্পনা করেছে, যা পুরুষ বিশ্বকাপের নতুন ফরম্যাটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সিইও মার্ক বুলিঙ্গহ্যাম বলেন, ফিফার একমাত্র স্বীকৃত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। এখন আমাদের সামনে কঠোর পরিশ্রমের সময়, যাতে বছরের শেষ নাগাদ চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা যায়।
যদি যুক্তরাজ্য সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে, তবে এটি হবে তাদের জন্য দ্বিতীয় বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা। এর আগে, ১৯৬৬ সালে তারা পুরুষ ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল।
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৫/এসএ
