Connect with us
ফুটবল

ফিফা বর্ষসেরা স্কোয়াডের তালিকা প্রকাশ, কারা পেলেন স্থান?

crifo fifa 2023
ফিফা বর্ষসেরা স্কোয়াডের তালিকা প্রকাশ। ফাইল ছবি- ফিফা দ্য বেস্ট

দীর্ঘ এক যুগ ফুটবল বিশ্বে দাপিয়ে বেড়িয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের সেরা রাইভালিটি দেখা গিয়েছে দুই তারকার ইউরোপে খেলার সময়কালে। ইউরোপ ছাড়ার পর এই দুই মহারথী এখন খেলছেন ভিন্ন দুই মহাদেশে। অনেকেই দেখছেন দুজনের ক্যারিয়ারের সায়াহ্ন অধ্যায়।

তবে এখনই ফুরিয়ে যাওয়ার নয়, এমনটাই নিজেদের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার। ইন্টার মায়ামিতে যাওয়ার পর মেসি জয় করেছেন নিজের অষ্টম ব্যালন ডি’অর। এদিকে সৌদি আরবে পাড়ি জমিয়ে আল নাসরে গোল উৎসবে মেতে উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

তাই ইউরোপ ছেড়ে গেলেও ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) নিজেদের বর্ষসেরা স্কোয়াডের জন্য মনোনয়ন দিয়েছেন এই দুই তারকা ফুটবলারকে। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত অন্তত ২৩ ম্যাচ খেলেছেন এমন ফুটবলারদের পারফর্ম্যান্স বিবেচনায় ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ফিফা।

গতকাল বুধবার ফিফা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওর মাধ্যমে বর্ষসেরা একাদশের জন্য এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে ২৮ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার নিজেদের পছন্দের খেলোয়াড়কে ভোট দিয়েছেন। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে এই প্রাথমিক তালিকা হতে সেরা একাদশ ঘোষণা করা হবে।

ফিফা ঘোষিত ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন ৩ জন গোলকিপার। সেই সাথে থাকছেন ৬ ডিফেন্ডার, ৭ মিডফিল্ডার ও ৭ উইংগার। ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকে এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৯ জন। যদিও ইলকাই গুন্দোগান এখন খেলছেন বার্সেলোনায়। লিগের হিসেব করলে প্রিমিয়ার লিগ থেকে জায়গা করে নিয়েছেন ১০ জন এবং লা লিগা থেকে ৭ জন।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলকিপার: এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ ও থিবো কোর্তোয়া।

ডিফেন্ডার: রুবেন দিয়াজ, ফন ডাইক, রুডিগার, জন স্টোনন্স, এদার মিলিতাও ও কাইল ওয়াকার।

মিডফিল্ডার: বের্নার্দো সিলভা, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, ফেদেরিকো ভালভার্দে ও রদ্রি।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, করিম বেনজেমা, আর্লিং হালান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র।

আরও পড়ুন: পেলে কেন ইউরোপের ক্লাবে খেলেননি?

ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল