সবশেষ ২০২২ সালে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। মাঝে গতবছর ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের শিরোপা হারায় লস ব্লাঙ্কোসরা। এবার আরো একবার নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাওয়ার লড়াইয়ে মাঠে নামবে টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টের উন্মাদনা বাড়াতে এবার নেয়া হয়েছে নতুন নতুন নানা উদ্যোগ। আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে পরবর্তী ১৩ জুলাই পর্যন্ত। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছিল দলগুলোর প্রতিপক্ষ; এবার জানা গেল পূর্ণাঙ্গ সময়সূচী।
এদিকে ক্লাব বিশ্বকাপের যাবতীয় সবকিছুতেই এসেছে পরিবর্তন। আগে যেমন প্রতিবছর ৭ দল নিয়ে আয়োজিত হতো এই টুর্নামেন্ট, এখন আর তেমনটি হবে না। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে অংশ নিবে বিশ্বের বিভিন্ন দেশের ৩২ ক্লাব। চারটি করে দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্ব।
আসন্ন এই টুর্নামেন্টের রিয়াল মাদ্রিদ অবস্থান করছে ‘এইচ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে সৌদি ক্লাব আল হিলাল, মেক্সিকান ক্লাব পাচুকা ও অস্ট্রেলিয়ান ক্লাব সালসবুর্গ। প্রতিটি দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। সকল দলের তিন ম্যাচ শেষে গ্রুপের শীর্ষ দুটি দল নিজেদের অবস্থান নিশ্চিত করবে নক আউট পর্বে।
আরও পড়ুন:
» বাংলাদেশকে কোন ছাড় দিতে নারাজ উইন্ডিজ কোচ
» শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে
টুর্নামেন্ট শুরুর চার দিন বাদে অর্থাৎ ১৮ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। যেখানে তারা মুখোমুখি হবে সৌদির চ্যাম্পিয়ন ক্লাব আল হিলালের। এরপর ২২ জুন এবং ২৭ জুন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে রিয়াল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে যথাক্রমে পাচুকা এবং সালসবুর্গ।
গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল সুযোগ পাবে শেষ ষোলোর নকআউট রাউন্ডে খেলার। এরপর জয়ী দলদের নিয়ে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তীতে সেমিফাইনাল। সর্বশেষ ১৩ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের। দীর্ঘ প্রায় এক মাসের একটি দারুন টুর্নামেন্ট উপভোগ করার অপেক্ষায় রয়েছে ফুটবল ভক্তরা।
একনজরে ক্লাব বিশ্বকাপে রিয়ালের সকল ম্যাচের সূচি :
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৮ জুন | রিয়াল বনাম আল হিলাল | মায়ামি | রাত ৯টা |
২২ জুন | রিয়াল বনাম পাচুকা | চারলোট | রাত ৯টা |
২৭ জুন | রিয়াল বনাম সালসবুর্গ | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/এফএএস