ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন আসর নিয়ে ফুটবল বিশ্বে বেশ উন্মাদনা চলছে। কেননা প্রথমবারের মতো ৭ দলের জায়গায় ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তাছাড়া প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ানি। এ কারণে এই টুর্নামেন্ট নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
পূর্বে ৬ কনফেডারেশনের ৬ চ্যাম্পিয়ন দল এবং স্বাগতিক দলসহ মোট ৭টি দল নিয়ে আয়োজিত হতো ক্লাব বিশ্বকাপ। তবে এবার উয়েফা থেকে ১২ দল, কনমেবল থেকে ৬ দল, এএফসি থেকে ৪দল, সিএফ থেকে ৪ দল, কনকাফ থেকে ৪দল এবং ওএফসি থেকে একটি দলসহ মোট ৩২টি দল অংশ নেবে।
দল বাড়ানোর পাশাপাশি এই টুর্নামেন্টের ট্রফিতেও বড় পরিবর্তন এনেছে ফিফা, যা পূর্বের ট্রফি থেকে সম্পূর্ণ ভিন্ন। নতুন ট্রফিটি পৃথিবীর আকৃতির, যার চারপাশে বলয় রয়েছে। এই ট্রফিতে ফিফার ২১১টি সহযোগী দেশের নাম খোদাই করা আছে। এছাড়া বিশ্বের ১৩টি ভাষাও রয়েছে এই ট্রফিতে। সবমিলিয়ে ট্রফির ডিজাইনের ক্ষেত্রে আধুনিকতা, নান্দনিকতা এবং বৈশ্বিক ঐক্যকে প্রাধান্য দিয়ে ট্রফিটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপ: নেইমার-মেসির দল খেললেও নেই রোনালদোর আল নাসর
» উয়েফা নেশনস লিগ কি, এটি কী ইউরোর মতোই?
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মায়ামিতে এক জমকালো আয়োজনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে এবং দলগুলোর প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।
ফরম্যাট এবং সময়সূচি
এবারের টুর্নামেন্টে মোট আটটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল পরের রাউন্ড অর্থাৎ শেষ ষোলোর নকআউট পর্বে জায়গা করে নেবে। এরপর জয়ী দলদের নিয়ে কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫- এর পূর্ণাঙ্গ সময়সূচি এখনো প্রকাশিত হয়নি। তবে আগামী বছরের ১৫ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।
আরও পড়ুন:
» প্রথমবার ক্লাব বিশ্বকাপে মায়ামি, মেসিদের প্রতিপক্ষ কারা?
» ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি রিয়ালের, বার্সেলোনা কত নম্বরে?
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ৮ গ্রুপ
গ্রুপ এ: ইন্টার মায়ামি, এফসি পোর্তো,পালমেইরাস ও আল আহলি
গ্রুপ বি: প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি), অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো ও সিয়াটল সাউন্ডার্স
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, বোকা জুনিয়র্স ও অকল্যান্ড সিটি
গ্রুপ ডি: চেলসি, ফ্ল্যামেঙ্গো, ইএস তিউনিস ও ক্লাব লিওন
গ্রুপ ই: ইন্টার মিলান, রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস ও মন্টেরি
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান ও মামেলোডি সানডাউনস
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, উইদাদ, আল আইন
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা ও সালসবার্গ।
উল্লেখ্য, ২০০০ সালে মাঠে গড়ায় ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। এই টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আর সর্বোচ্চ পাঁচটি শিরোপা অর্জন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/বিটি