ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল প্রেমীদের যে উন্মাদনা দেখা যায়, তার খুব কমই দেখা যায় ফিফা ক্লাব বিশ্বকাপের বেলায়৷ অথচ অনেকটাই বিশ্বকাপের ঢঙে প্রতি চার বছর পর পর আয়োজিত হয় ক্লাব বিশ্বকাপ৷ তবে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে এবার টুর্নামেন্টকে ঢেলে সাজিয়েছে ফিফা৷
এর আগে ক্লাব বিশ্বকাপের ২০টি আসর আয়োজিত হয়েছে। তবে তাতে প্রতিযোগী ক্লাব ছিল মাত্র ৭টি করে। তবে এবার বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ৷ ২০২৫ সালের ১৫ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ক্লাব ফুটবলের ২১তম আসর। যেখানে অতীত রেকর্ড ভেঙে ফিফা বিশ্বকাপের মতো অংশ নেবে ছয়টি মহাদেশের ২১টি ক্লাব৷ ১৩ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টে শিরোপা নির্ধারণ৷
ক্লাব বিশ্বকাপের ৩২ দলের মধ্যে ইউরোপ মহাদেশ থেকে খেলবে সর্বোচ্চ ১২টি ক্লাব। এর মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস। বাকি দুটি স্থান এখনো চূড়ান্ত হয়নি৷
অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ক্লাব অংশগ্রহণ করবে দক্ষিণ আমেরিকা থেকে। ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাস, বাকি তিনটি স্থান এখনো ফাঁকা রয়েছে৷ শিগগিরই দেখা যাবে চূড়ান্ত ক্লাবের নাম৷
আফ্রিকা মহাদেশ থেকে ৪টি ক্লাব অংশ নেবে। সেখানে রয়েছে আল আহলি, ওইদাদা ক্যাসাব্লাঙ্কা। বাকি দুটি ফাঁকা এখনো চূড়ান্ত হয়নি৷
এশিয়া থেকে ৪টি দলের মধ্যে চূড়ান্ত হয়েছে সৌদি ক্লাব আল-হিলাল ও জাপানের উরাও রেড ডায়মন্ডস ক্লাব৷ বাকি দুটি এখনো চূড়ান্ত হয়নি৷
উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি ক্লাবের মধ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স, মেক্সিকোর মন্টেরারি ও লিওনের নাম চূড়ান্ত হয়েছে। বাকি একটি স্থানে এখনো চূড়ান্ত হয়নি ক্লাবের নাম।
ওশেনিয়া মহাদেশ থেকে থাকবে কেবল একটি দল৷ নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এরই মধ্যে চূড়ান্ত করেছে নিজেদের নাম৷ অন্যদিকে অপর আরেকটি ক্লাব অংশ নেবে স্বাগতিক দেশ থেকে৷
আরও পড়ুন: মেসিকে নিয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/টিএইচ/এসএ