আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টের উন্মাদনা বাড়াতে এবার নেয়া হয়েছে নতুন নতুন নানা উদ্যোগ। আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে পরবর্তী ১৩ জুলাই পর্যন্ত। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র; চূড়ান্ত সকল দলের প্রতিপক্ষ।
ফিফা ক্লাব বিশ্বকাপের যাবতীয় সবকিছুতেই এসেছে পরিবর্তন। আগে যেমন প্রতিবছর ৭ দল নিয়ে আয়োজিত হতো এই টুর্নামেন্ট, এখন আর তেমনটি হবে না। প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে অংশ নিবে বিশ্বের ৩২ টি ভিন্ন দেশের ক্লাব।
টুর্নামেন্টে চারটি করে দল আলাদা আট গ্রুপে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল সুযোগ পাবে শেষ ষোলো নকআউট রাউন্ডে খেলার। এরপর জয়ী দলদের নিয়ে কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তীতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সবশেষ ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
আরও পড়ুন:
» সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (৬ ডিসেম্বর ২৪)
» ঐতিহাসিক অর্জন, ৫ লাখ টাকা পুরস্কার পেল যুব হকি দল
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জমকালো আয়োজনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে ১৫ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির ইন্টার মায়ামি মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলির বিরুদ্ধে। টুর্নামেন্টে খেলবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, চেলসির মতো বিশ্ব বিখ্যাত ক্লাব।
ড্র শেষে ক্লাব বিশ্বকাপে প্রতিটি দলের প্রতিপক্ষ :
গ্রুপ এ: পালমেইরাস, এফসি পোর্তো, আল আহলি ও ইন্টার মায়ামি
গ্রুপ বি: প্যারিস সেন্ট-জার্মেই, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোটাফোগো ও সিয়াটল সাউন্ডার্স
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও বেনফিকা
গ্রুপ ডি: ফ্লামেঙ্গো, এসপেরান্স স্পোর্টিভ ডি তিউনিস, চেলসি ও ক্লাব লিওন
গ্রুপ ই: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি ও ইন্টার মিলান
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বোরুশিয়া ডর্টমুন্ড, উলসান ও মামেলোডি সানডাউনস
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইনের ও জুভেন্টাস
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা ও সাল্সবুর্গ
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এফএএস