Connect with us
ফুটবল

ফিফার জরিমানার মুখে বাফুফে: যা বললেন মানিক

মোরসালিনের দুর্দান্ত শটে সমতায় ফিরলে পুরো গ্যালারি জুড়ে বুনো উল্লাসে মেতে ওঠে সমর্থকরা

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ বনাম লেবাননের ম্যাচটি শেষ হয়েছে চারদিন হতে চলল। তবে এখনো ভক্তদের মনে গেঁথে রয়েছে সেই ম্যাচ; খেলোয়াড়দের সেই লড়াকু মানসিকতা; মোরসালিনের সেই দূরপাল্লার শট। তবে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রাপ্তির ম্যাচ ঘিরে জেগেছে শঙ্কা। ফিফার জরিমানার মুখে পড়তে পারে বাফুফে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ-লেবানন ম্যাচে গ্যালারিতে অবস্থানরত সমর্থকদের ঘটানো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) ওপর আসতে পারে ফিফার জরিমানা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক জানান, ‘ফিফা থেকে কিছু বলার আগে আমাদের আগ বাড়িয়ে কোনো মন্তব্য না করাই ভালো।’ তবে ঘরের মাটিতে অনুষ্ঠিত পরবর্তী ম্যাচগুলোতে নিরাপত্তা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী লেবাননের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে মোরসালিনের দুর্দান্ত শটে সমতায় ফিরলে পুরো গ্যালারি জুড়ে বুনো উল্লাসে মেতে ওঠে সমর্থকরা। গ্যালারিতে ছড়ানো হয় লাল-সবুজ রঙের ধোঁয়া। মোরসালিন গ্যালারিতে উঠে উদযাপন করেন নিজের গোল। খেলার মাঠে সমর্থক ঢুকে পড়ে জড়িয়ে ধরে সোহেল রানাকে। অনেকের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা।

ম্যাচে ঘটে যাওয়া এতসব ঘটনা চোখ এড়িয়ে ফিফা নিযুক্ত ম্যাচ কমিশনারের। যে কারণে বড় অংকের জরিমানার মুখে পড়তে হতে পারে বাফুফেকে। তবে এখনো কোন আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি ফিফা কর্তৃক।

যদি সেরকম কোনো নির্দেশনা পাওয়া যায়, তবে কি করবে বাফুফে। এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘ফিফা-এএফসির বাইলজের এক বিন্দু এদিক-সেদিক যাওয়ার সুযোগ আমাদের নেই। ফিফা থেকে যদি কোনো প্রকার নির্দেশনা আসে, অবশ্যই আমাদের তা মানতে হবে।’

দেশের ফুটবল উন্নতি করছে, বাড়ছে খেলার মান। দর্শক-সমর্থকরাও মাঠে এসে খেলা দেখতে হচ্ছেন আগ্রহী। এতে করে চাপ বাড়ছে স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিতে। এ বিষয়ে মানিক আরো বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির কারণে মাঠে অনেক সময় দর্শক ঢুকে পড়ছে। আমরা তা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা চেষ্টা করব, প্রশাসন যেন তাদের নিরাপত্তা আরও বাড়ায়। যেন এসব টুর্নামেন্টে আর কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে। সমর্থকদেরও আরো সচেতন হওয়া উচিত।’

বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের এবছর আর কোন ম্যাচ নেই। পরবর্তী হোম ম্যাচে আগামী বছর ২২ মার্চ কিংস অ্যারেনায় ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন: ‘নতুন মেসি’ উপাধি পেলেন এচেভেরি, কে এই কিশোর?

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল