Connect with us
ফুটবল

ঢাকা সফরে আসার প্রতিশ্রুতি দিলেন ফিফা সভাপতি

Bangladesh Chief Advisor meets Fifa president
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিফা সভাপতির সাক্ষাৎ। ছবি- সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা। যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি সাক্ষাৎ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। আর ঢাকা সফরে আসার জন্য প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা সভাপতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরের তথ্যটি নিশ্চিত করা হয়। যেখানে জানা যায় আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ইনফান্তিনো। আশা করা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবলের উন্নতিতে অর্থায়ন করবেন তিনি।

সভার ফাঁকে সাক্ষাতে ইনফান্তিনো ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। এছাড়া দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশে সহায়তার আশ্বাস দেন তিনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আগামী দুই মাসে অর্থাৎ মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসার কথা জানান ফিফা সভাপতি।


আরও পড়ুন:

» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (২৩ জানুয়ারি ২৫)

» শেষ ওভারের রোমাঞ্চে খুলনাকে ৭ রানে হারাল বরিশাল


অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নারী ফুটবলের আবাসন ও অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা চান ফিফা সভাপতির কাছে। তখন তিনি সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি ইনফান্তিনো জানান সৌদি আরবের নারী ফুটবলে সাহায্য করবে ফিফা, যেখানে থাকা বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এমন কার্যক্রমে উপকৃত হবে।

ফিফা সভাপতির সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশে চলমান তারুণ্য উৎসবে আমন্ত্রণ জানানো হলেও ব্যস্ততার কারণে আসতে পারেননি ইনফান্তিনো। আর তাই আক্ষেপও প্রকাশ করেন তিনি। 

এর আগে সর্বশেষ ২০২০ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই সফরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের ফুটবলের উন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি। বাংলাদেশের ফুটবলে অবকাঠামো ও আর্থিক উন্নয়নে বিভিন্ন সহায়তা করে ফিফা।

পূর্বে ফিফা বাংলাদেশের ফুটবলের অবকাঠামো, প্রশিক্ষণ এবং টেকনিক্যাল সাপোর্টে সহায়তা প্রদান করেছে। ফিফার ‘ফরওয়ার্ড প্রোগ্রাম’ এর আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে কোচ ও রেফারি প্রশিক্ষণ, যুব ফুটবল উন্নয়ন এবং স্টেডিয়াম সংস্কার।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল