ফিফা র্যাঙ্কিংয়ে ২০২২ সাল থেকে দীর্ঘদিন ১৯২ নম্বর প্রায় স্থায়ী করে ফেলেছিল বাংলাদেশ। তবে সম্প্রতি শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ভালো খেলে প্রতিদান পেয়েছে জামাল ভূইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১৮৯ নম্বরে।
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন-ফিফা বৃহস্পতিবার নতুন এ র্যাঙ্কিং প্রকাশ করে। এতে সাফে হাভিয়ের কাবরের শিষ্যদের সাফল্যের ছাপ দেখা যায়।
মূলত ২০০৯ সালের পর সাফের সেমিতে খেলে লাল-সবুজের জার্সিধারীরা। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে স্বপ্ন পূরণ করে জামাল-জিকোরা। পরে সাফের ফাইনালে ওঠার লড়াইয়ে কুয়েতের সঙ্গে টান টান উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে গোল খেয়ে ১-০ গোলে হেরে যায় জামালরা।
তবে সাফের শিরোপা স্বপ্নভঙ্গ হলেও এবার বাংলাদেশের র্যাঙ্কিংয়ে সফলতা এলো।
এদিকে ফিফার নতুন র্যাঙ্কিংয়ে সেরা দশে কোনও পরিবর্তন হয়নি। এক নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর দুইয়ে ফ্রান্স ও তিনে ব্রাজিল।
আরও পড়ুন: ইতিহাস গড়ার কারিগর মারুফার জীবনের গল্প কাঁদাবে আপনাকে
ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৩/এসএ