ফিফা দ্য বেস্ট-২০২২ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ১৪ জন ফুটবলারের নাম রয়েছে। তালিকায় লিওনেল মেসি, করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে, নেইমাররা জায়গা পেলেও তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
এদিকে ফিফা ১৪ জনের দীর্ঘ তালিকা দিলেও ‘দ্য বেস্ট’ পুরস্কার জেতার লড়াইটা হবে মূলত তিনজনের মধ্যে। তারা হলেন- রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্যালন ডি’অর জেতা করিম বেনজেমা। কাতার বিশ্বকাপ খেলতে পারলে তার পুরস্কার পাওয়া নিয়ে কোনো সন্দেহ থাকতো না। কেননা ফ্রান্স কাতারে ফাইনাল খেলেছে।
অপরদিকে তালিকায় থাকা লিওনেল মেসিও শিরোপা জয়ের টপ ফেবারিট। গত মৌসুমে লিগ ওয়ান জেতেন তিনি। কাতার বিশ্বকাপ জয় এখন তার পালে সবচেয়ে বেশি হাওয়া দিচ্ছে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বলও জিতে নিয়েছেন তিনি। আরেকজন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও তিনি। গোলের হিসেবে পুরো মৌসুমে মেসির চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন এ ফরাসি ফুটবলার।
ফিফা দ্য বেস্টের মনোনয়ন প্রাপ্তরা হলেন:
হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনি, আর্লিং হ্যালান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেভানডভস্কি, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মডরিচ, নেইমার জুনিয়র, মোহামেদ সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৩/এসএ