ব্যালন ডি’অরের মতো ফুটবলের অন্যতম বড় সম্মানজনক অ্যাওয়ার্ড ‘ফিফা দ্য বেস্ট’। মাঠের ফুটবলে গোটা বছরে সবচেয়ে ছন্দে থাকা ফুটবলারকে দেওয়া হয় পুরস্কারটি৷ যদিও নানা সময়ে এই পুরস্কারকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক৷
২০১৯ সালেই যেমন ব্রাজিলের অ্যালিসন বেকারকে ফিফা বেস্টের সেরা দশে জায়গা না দেওয়ায় অনেক ভক্ত তো বটেই, ফুটবলবোদ্ধাদের অনেকেই অবাক হয়েছেন। প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়ন্স লীগ ও কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার জুটলেও অ্যালিসনের জায়গা হয়নি ফিফা দ্য বেস্টের সেরা দশে৷ ফলে অনেকেই তখন এ ঘটনার সমালোচনা করেছেন৷
সম্প্রতি এ অ্যাওয়ার্ডকে ঘিরে আবারো বিতর্কের জন্ম হয়েছে। চলতি বছরে লিওনেল মেসিকে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ায় অনেকেই অবাক হয়েছেন৷ তুলনামূলকভাবে বছরজুড়ে মেসির চেয়ে সেরা ছন্দে থাকা আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে অ্যাওয়ার্ড না দেওয়ায় বিতর্কে টেবিলে নাম ওঠেছে লিওনেল মেসির। অবশ্য মেসি আর্লিং হল্যান্ডের লড়াই হয়েছে সমানে সমান। পরবর্তীতে অধিনায়কদের ভোটে এগিয়ে যায় মেসি৷
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ১৯৯১ সালে এ অ্যাওয়ার্ড চালু করে। সেসময় অবশ্য পুরস্কারটি দেওয়া হতো “ফিফা বর্ষসেরা খেলোয়াড়” নামে। তবে ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিল রেখে পুরস্কারটি দেওয়া হয় “ফিফা-ব্যালন ডি’অর” নামে। এরপর ২০১৬ সাল থেকে হয়ে আসছে বর্তমানের ‘দ্য বেস্ট’।
সাধারণত এ অ্যাওয়ার্ডের আওতায় বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ ও গোলকিপারকে পুরস্কৃত করা হয়ে থাকে। এক্ষেত্রে একাধিক ধাপ ও সূচকে চলে মনোনয়ন, বাছাই প্রক্রিয়া ও ভোটাভুটি। এবং সবশেষে নির্ধারিত হয় সেরা খেলোয়াড়, কোচ ও গোলকিপার।
১৯৯১ সাল থেকে শুরু হওয়া এ পুরস্কারটি সর্বোচ্চ আট বার জিতেছেন লিওনেল মেসি৷ ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২২ ও সর্বশেষ ২০২৩ সালে জিতেছেন তিনি৷ মেসির পরেই অবস্থান রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর৷ তিনি ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে মোট ৫বার জিতেছেন পুরস্কারটি৷ দুজনে মিলে সর্বমোট ১৩ বার জিতেছেন পুরস্কারটি। ফুটবল দুনিয়ায় এই কৃতিত্ব নেই আর কারো৷
একনজরে ‘ফিফা দ্য বেস্ট’-
১৯৯১- লোথার ম্যাথিউস- জার্মানি
১৯৯২-মার্কো ভ্যান বাস্তেন- নেদারল্যান্ডস
১৯৯৩-রবার্তো ব্যাজিও- ইতালি
১৯৯৪- রোমারিও- ব্রাজিল
১৯৯৫- জর্জ উইয়াহ- লাইবেরিয়া
১৯৯৬- রোনালদো- ব্রাজিল
১৯৯৭- রোনালদো- ব্রাজিল
১৯৯৮- জিনেদিন জিদান- ফ্রান্স
১৯৯৯- রিভালদো- ব্রাজিল
২০০০- জিনেদিন জিদান- ফ্রান্স
২০০১- লুইস ফিগো- পর্তুগাল
২০০২- রোনালদো- ব্রাজিল
২০০৩- জিনেদিন জিদান- ফ্রান্স
২০০৪- রোনালদিনহো- ব্রাজিল
২০০৫- রোনালদিনহো- ব্রাজিল
২০০৬- ফ্যাবিও ক্যানাভেরো- ইতালি
২০০৭- কাকা- ব্রাজিল
২০০৮- ক্রিস্টিয়ানো রোনালদো- পর্তুগাল
২০০৯- লিওনেল মেসি – আর্জেন্টিনা
২০১০- লিওনেল মেসি – আর্জেন্টিনা
২০১১- লিওনেল মেসি – আর্জেন্টিনা
২০১২- লিওনেল মেসি – আর্জেন্টিনা
২০১৩- ক্রিস্টিয়ানো রোনালদো- পর্তুগাল
২০১৪- ক্রিস্টিয়ানো রোনালদো- পর্তুগাল
২০১৫- লিওনেল মেসি- আর্জেন্টিনা
২০১৬- ক্রিস্টিয়ানো রোনালদো- পর্তুগাল
২০১৭- ক্রিস্টিয়ানো রোনালদো- পর্তুগাল
২০১৮- লুকা মদ্রিচ- ক্রোয়েশিয়া
২০১৯- লিওনেল মেসি- আর্জেন্টিনা
২০২০- রবার্ট লেওয়ানডভস্কি- পোল্যান্ড
২০২১- রবার্ট লেওয়ানডভস্কি- পোল্যান্ড
২০২২- লিওনেল মেসি- আর্জেন্টিনা
২০২৩- লিওনেল মেসি- আর্জেন্টিনা
আরও পড়ুন: মেসি নাকি রোনালদো: কে সেরা?
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৪/টিএইচ/এমটি