Connect with us
ফুটবল

ফিফা দ্য বেস্ট : বাংলাদেশ থেকে কে কাকে ভোট দিয়েছেন

FIFA The Best_votes from Bangladesh
ফিফার বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়েছেন সোহেল রানা-হাভিয়ের ক্যাবরেরা। ছবি- সংগৃহীত

অবশেষে নিজের পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে সাফল্যে ভরা একটি মৌসুম কাটিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই ব্রাজিলিয়ান তারকা। রদ্রি-বেলিংহামদের পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে কাতারের দোহায় ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এর আগে গত অক্টোবরে নানা নাটকীয়তার পর ভিনিসিয়ুসকে টপকে ব্যালন ডি’অর উঠেছিল ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে। যা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের ভোটে দেওয়া হয়ে থাকে এই পুরস্কার। ভিনির অসাধারণ পারফম্যান্সের পরও তার হাতে এই পুরস্কার না ওঠায় এই সম্মানজনক পুরস্কারের ভোটিং সিস্টেম নিয়েও অনেক সমালোচনা হয়।

আরও পড়ুন:

» রদ্রিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়ুস

» গুরুতর ইনজুরিতে সৌম্য, বিপিএলে খেলার সম্ভাবনা কতটুকু? 

মূলত সাংবাদিকরা ভিনিসিয়ুসের চেয়ে রদ্রিকেই বেশি এগিয়ে রেখেছিলেন। এমনকদিক কয়েকটি দেশের সাংবাদিক ভিনিকে সেরা দশেই রাখেননি। আর এ কারণেই সবশেষ ব্যালন ডি’অর নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল।

এদিকে ফিফার বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়ে থাকেন ফিফার সদস্যভুক্ত দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ ও মিডিয়া প্রতিনিধিরা। তাদের ভোট ৭৫ শতাংশ। এছাড়া সমর্থকেরাও ভোট দিতে পারেন। বাকি ২৫ শতাংশ আসে তাদের ভোটে।

একইভাবে বাংলাদেশ থেকেও ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা, দলের অধিনায়ক সোহেল রানা ও মিডিয়া প্রতিনিধি রায়হান আল মুগনির। তবে বাংলাদেশ থেকে কারোই প্রথম পছন্দ ছিলেন না ভিনিসিয়ুস।

অধিনায়ক সোহেল রানার প্রথম ভোট ছিল লিওনেল মেসির বাক্সে এবং দ্বিতীয় ভোট ছিল ভিনি। আর তৃতীয় স্থানে রেখেছেন বেলিংহামকে। আর কোচের প্রথম পছন্দ ছিলেন তার স্বদেশী রদ্রি। আর দ্বিতীয় ও তৃতীয় ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস ও আরেক স্বদেশী দানি কারভাহাল।

অন্যদিকে মিডিয়া প্রতিনিধি হিসেবে রায়হান আল মুগনির ভিনিসিয়ুসকে সেরা তিনেই রাখেননি। তারও প্রথম ভোট ছিল রদির বাক্সে। এরপর দ্বিতীয় ভোট বেলিংহাম ও তৃতীয় ভোট দিয়েছেন কারভাহালকে।

উল্লেখ্য, ২০২৪ ফিফা দ্য বেস্টের পুরস্কার নির্ধারিত হয়েছে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে। ভিনিসুয়ুসের পাশাপাশি ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল