Connect with us
ফুটবল

আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে ফিফা

Argentina national football team
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি - সংগৃহীত

২০২১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের টুর্নামেন্ট খেলতে নেমেছিল শিরোপা ধরে রাখার লক্ষ্যে। সে অভিযানে সফল হলেও খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না তারা। কারণ ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টিম বাসে করে হোটেলে ফেরার সময় এনজো ফার্নান্দেজের বর্ণবাদী আচরণের এক ভিডিও প্রকাশিত হয়। যেটা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় আর্জেন্টাইন খেলোয়াড়দের।

এমন কাণ্ড নিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোন মন্তব্য যদিও পাওয়া যায়নি। তবে তাদের জন্য দু:সংবাদ হলো, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তির মুখে পড়তে পারেন এনজো ফার্নান্দেজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র জানান, ‘কোনো খেলোয়াড়, ভক্ত বা অফিসিয়াল কারোরই এমন আচরণকে ফিফা সমর্থন করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং তদন্তও শুরু করা হয়েছে।’

ঘটনাটি ঘটে গত রোববার কোপা আমেরিকার ফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দল তাদের বাসে করে হোটেলে ফেরার সময়। তখন ফরাসি ফুটবলারদের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণ করেন দলের ফুটবলাররা। তাদের উদ্দেশ্যে এমন গান করতে থাকেন ওটামেন্ডি ও ফার্নান্দেজ। তখন ফার্নান্দেজ এই ভিডিওটির লাইভও করছিলেন।

পরে এক সতীর্থের কথায় বিষয়টি বুঝতে পেরে মাঝপথেই লাইভ করা বন্ধ করে দেন আলবিসেলেস্তে মিডফিল্ডার। নিজের ভুলের জন্য অনুতপ্ত ফার্নান্দেজ পরে বিষয়টির জন্য দু:খ প্রকাশ করেন। যদিও এ নিয়ে এখনও নিরব ভূমিকায় দেশটির ফুটবল ফেডারেশন।

অন্য দিকে, এ ঘটনায় জড়িত না থাকা সত্ত্বেও দলের অধিনায়ক লিও মেসি ও ফুটবল ফেডারশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন দেশটির এক ক্রীড়া কর্মকর্তা। জুলিও গারো নামের সেই কর্তার এমন কথায় ফুঁসে উঠে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল