অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে এবারের আসরে সেমির লড়াইয়ে ইসরাইলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে উরুগুয়ে। অপরদিকে অবিশ্বাস্য ম্যাচ খেলে ব্রাজিলকে বিদায় করলেও সেমিতে থমকে গেল ইসরায়েল। বৃহস্পতিবার রাতে স্বাগতিক আর্জেন্টিনার মাটিতে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে প্রথমবারের মতো ফাইনাল স্বপ্নভঙ্গ হয়েছে ইসরায়েলের। তবে ফুটবল ইতিহাসে এটিই তাদের সেরা সাফল্য।
এদিন ম্যাচে দীর্ঘ সময় উরুগুয়ের সামনে প্রতিরোধের দেয়াল রাখতে সক্ষম হয়েছিল ইসরায়েল। তবে তাদের সেই দুর্গ ভেঙে যায় ম্যাচের ৬১ মিনিটে। ফ্রাঙ্কো গঞ্জালেজের গোলে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।
এদিকে এই নিয়ে তিনবারের মতো এ টুর্নামেন্টের ফাইনাল খেলছে উরুগুয়ে। তবে একবারও ট্রফি ঘরে তুলতে পারেনি তারা। সব শেষ ২০১৩ সালে টাইব্রেকারে ফ্রান্সের কাছে হার আর ১৯৯৭ সালে ২-১ গোলে হারে আর্জেন্টিনার কাছে। এবার সামনে স্বপ্ন পূরণের সুযোগ।
অপরদিকে ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ ইতালি। সেমিতে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালি। আগামী ১২ জুন বাংলাদেশ সময় রাত ৩টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।
প্রসঙ্গত, এবারের টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ায় আয়োজনের কথা থাকলেও পরে ফিফা ভেন্যু পরিবর্তন করায় সুযোগ পায় আর্জেন্টিনা। এবারের আসরে এলিমিনেট করতে না পারা আর্জেন্টিনা আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পায়। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ছয় বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। রাউন্ড অব সিক্সটিনের গণ্ডি পার হতে পারেনি আলবিসেলেস্তেরা। অপরদিকে এবারের আসরে কোয়ার্টার ফাইনালে ইসরায়েলের কাছে হেরে বিদায় নেয় পাঁচ বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।
আরও পড়ুন: যে কারণে ইন্টার মিয়ামিকে বেছে নিলেন মেসি
ক্রিফোস্পোর্টস/১০জুন২৩/এসএ