Connect with us
ফুটবল

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ইতালিকে হারিয়ে শিরোপা জিতল উরুগুয়ে

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের পর উরুগুয়ের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি- গুগল

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের এবারের আসরে শ্রেষ্ঠত্বের মুকুট পরল উরুগুয়ে। ইতালিকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে উরুগুয়ের যুবারা।

রবিবার দিবাগত রাতে আর্জেন্টিনার মাটিতে ইতালিকে ১-০ গোলে হারায় উরুগুয়ে।

এ জয়ে শিরোপা ক্ষরা কেটে গেল উরুগুয়ের। এর আগে টুর্নামেন্টে দুই বার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল উরুগুয়ের। এবার সেই অপেক্ষার অবসান হলো, রাজত্ব মুকুট নিজেদের করে নিয়েছেন লুইস সুয়ারেজের উত্তরসূরিরা। অপরদিকে প্রথম বারের মতো ফাইনাল খেলা ইতালির শিরোপা স্বপ্ন আক্ষেপের তালিকায় যুক্ত হলো।

এদিন আর্জেন্টিনার টোলোসার ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে ফাইনালে মঞ্চে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের হাতে। আক্রমনাত্মক খেলে পুরো ম্যাচে ইতালির গোলবারে ১৫টি শট নেয় উরুগুয়ে। এতে একটি সফলতা আসে। অপরদিকে মাত্র ৩টি শট নেয় ইতালি। এর মধ্যে একটিও লক্ষ্য ভেদ করতে পারেনি।

ম্যাচের শেষ দিকে ৮৬তম মিনিটে গোল করে ইতালির শিরোপা স্বপ্ন ধূলিসাৎ করে দেন উরুগুয়ের তরুণ ফরোয়ার্ড লুসিয়ানো রদ্রিগেজ। এই গোলের শিরোপা ঘরে তুলে উরুগুয়ে।

প্রসঙ্গত, এবারের আসরে দুই ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিল আগেই বিদায় নিয়েছে। এ টুর্নামেন্টে ৫ বারের শিরোপাজয়ী ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। অপরদিকে ছয় বারারে শিরোপাজয়ী আর্জেন্টিনা রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নেয়।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে বিশ্ব টেস্টের নতুন রাজা অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/১২জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল