ফিফা বিশ্বকাপ ২০২৬ এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম পর্বে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছায়ের দ্বিতীয় পর্বের রয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। যেখানে গেল রাতে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান কত?
এশিয়া অঞ্চলের ৩৬ দেশ নিজেদের মধ্যে ৯ গ্রুপে ভাগ হয়ে খেলছে দ্বিতীয় পর্বের বিশ্বকাপ বাছাই। যেখানে বাংলাদেশ রয়েছে ‘আই’ গ্রুপে। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে জামাল ভূঁইয়াদের সামনে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।
প্রথম দেখায় অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এরপর লেবাননকে রুখে দেয় ১-১ গোলে। গ্রুপে প্রতিটি দলের বিপক্ষে হোম অ্যান্ড আওয়ে পদ্ধতিতে দুটি করে মোট ছয়টি ম্যাচ খেলবে প্রতিটি দল। যেখানে বাংলাদেশ নিজেদের খেলা তিন ম্যাচে এক ড্র এবং দুই হারে রয়েছে গ্রুপের তলানিতে।
‘আই’ গ্রুপে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এক জয় ও এক ড্রতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ফিলিস্তিন। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে লেবানন। আর ১ পয়েন্ট নিয়ে সবার শেষ বাংলাদেশ।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের হাতে এখনও রয়েছে তিন ম্যাচ যেখানে আগামী ২৬ মার্চ ঘরের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে খেলবে জামাল-তপুরা। এরপর জুনে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ফুটবল ভক্তদের আগ্রহ ফিফা বিশ্বকাপ ২০২৬ এ বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান কত?
এক নজরে ‘আই’ গ্রুপের পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট |
অস্ট্রেলিয়া | ৩ | ৩ | ০ | ০ | ৯ |
ফিলিস্তিন | ৩ | ১ | ১ | ১ | ৪ |
লেবানন | ৩ | ০ | ১ | ২ | ২ |
বাংলাদেশ | ৩ | ০ | ২ | ১ | ১ |
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে চাপে রাজস্থান, সরে গেলেন অ্যাডাম জাম্পা
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এফএএস