Connect with us
ফুটবল

ফিফা বিশ্বকাপ বাছাই: অস্ট্রেলিয়ায় জামালদের প্রথম পরীক্ষা ঠান্ডা

ইরাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করছে বাংলাদেশ দল। ছবি- বাফুফে

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় আছে বাংলাদেশ ফুটবল দল। নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পাঁচ দিন আগেই কন্ডিশনিং ক্যাম্প করতে দল পৌঁছেছে তাসমান পাড়ের দেশে। শক্তিশালী অস্ট্রেলিয়ার পাশাপাশি সেখানকার আবহাওয়াও কঠিন পরীক্ষা নেবে হেভিয়ের কাবরেরার শিষ্যদের।

অস্ট্রেলিয়ায় এসে সোমবার (১৩ নভেম্বর) ইরাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে প্রথম দলগত অনুশীলন করে বাংলাদেশ। এ সময় প্রস্তুতির মূল লক্ষ্য ছিল কিভাবে শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ ভাগকে রুখে দেওয়া যায় এবং বিল্ড আপ ফুটবল খেলে তাদের বিপক্ষে ভালো করা যায়। এছাড়াও ঠান্ডা আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টাও ছিল এদিন।

বাংলাদেশের দুই একজন খেলোয়াড় বাদে বাকিদের এমন ঠান্ডা আবহাওয়া খেলার কোন অভিজ্ঞতা নেই। তাই শুরুর দিকে একটু কষ্টই হচ্ছে মানিয়ে নিতে। তবে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক এবং ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এ ধরনের আবহাওয়ার সাথে অভ্যস্ত। জামাল আর্জেন্টিনায় যখন ক্লাবের হয়ে খেলেন, তখন সেখানে এর থেকেও বেশি ঠান্ডা থাকে বলে তিনি জানান।

এক সাক্ষাৎকারে জামাল বলেন, ‘অস্ট্রেলিয়ায় এসে প্রথম অনুশীলন করলাম। দুই দিন পর পুরো দল অনুশীলন করতে পারায় ভালো লেগেছে। আবহাওয়া একটু ঠাণ্ডা। অধিকাংশ খেলোয়াড়ের কাছে বেশি ঠাণ্ডা লাগছে। আমার এবং তারিকের এ ধরনের আবহাওয়ায় থাকার অভ্যাস আছে। দুই-এক দিনের মধ্যে বাকিরাও ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

জামাল মনে করিয়ে দিলেন, ‘আমাদের এই আবহাওয়ার মধ্যেই খেলতে হবে। সবাই আত্মবিশ্বাসী আছে, আমরা প্রস্তুতি শুরু করেছি। এ ম্যাচের প্রতি আমাদের সবার শতভাগ মনোযোগ আছে। আমার মনে হয়, স্টেডিয়ামের ভেতরে বাতাসের তেমন কোনো প্রভাব থাকবে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের রক্ষণের কঠিন পরীক্ষা নেবে প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণ বিভাগ। দলের মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, ‘প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার কৌশল নিয়েই কাজ করছি। সব মিলিয়ে ভালো অনুশীলন হয়েছে। বাংলাদেশের চেয়ে এখানে বেশ ঠাণ্ডা। যত দ্রুত মানিয়ে নিতে পারবো, ম্যাচটা খেলা আমাদের জন্য তত সহজ হবে। স্বীকার করতেই হবে, অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি। অনুশীলনে কীভাবে ডিফেন্স ব্লক করবো, ওদের আক্রমণগুলো যেন আটকে দেওয়া যায়, মূলত আমাদের কাজ হবে সেটাই।’

বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন মনে করেন দলের সকলেই খুব আত্মবিশ্বাসী। সকলের মধ্যে ভালো কিছু করে দেখানোর প্রত্যয় আছে। জাতীয় দলের এই সাবেক ডিফেন্ডার বলেন, ‘এখানে আবহাওয়া ঠান্ডা, বাতাসও আছে অনেক। এ কারণে মনে হচ্ছিল, বলের সঙ্গে অনুশীলনে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। নতুন একটা জায়গায় গেলে প্রথম অবস্থায় এগুলো হয়, সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে। আশা করি, সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে।’

বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ের দ্বিতীয়পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ফিলিস্তিন ও লেবানন। এর আগে প্রথমপর্বে মালদ্বীপকে হারায় বাংলাদেশ।

আরও পড়ুন: ফুটবলে GOAT মানে কি? মেসি-রোনালদোকে কেন GOAT বলা হয়

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল