নানান উৎকণ্ঠা আর শঙ্কা তৈরি হয়েছিল এবারের নারী বিশ্বকাপ ফুটবল ঘিরে। কেননা আসর শুরুর দিনই যে শহরে খেলা সেখানে বন্দুক হামলায় দুজনের মৃত্যু হয়। তবে তাতে বাঁধাগ্রস্থ হয়নি টুর্নামেন্ট। মাঠে গড়িয়েছে মেয়েদের বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক দল নিউজিল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ে।
নির্ধারিত সময়েই অকল্যান্ডে শুরু হয়েছে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল। উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়েকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দিনের অন্য ম্যাচে যৌথ স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
অকল্যান্ডের ইডেন পার্কে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই শুরু হয় নারী ফুটবলের এই মহাযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে নিউজিল্যান্ডের মাওরি উপজাতি ও হাকা ওয়ার নাচ। ৩২ দেশ নিয়ে হচ্ছে এই নারী বিশ্বকাপ। আট গ্রুপে প্রথম রাউন্ডে লড়ছে এই ৩২টি দেশ।
ইডেন পার্কে নিউজিল্যান্ড এবং ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ের উদ্বোধনী ম্যাচে ৪২ হাজার ১৩৭ জন দর্শক উপস্থিত হয়ে খেলা দেখেছেন। নিউজিল্যান্ডের কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড এটি। তবে দর্শকদের হতাশ করেনি নিউজিল্যান্ড। বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম জয়টি পেয়েছে তারা।
উদ্বোধনী দিনে সিডনীতে অন্য ম্যাচে জয় পেয়েছে যৌথ স্বাগতিক দেশ অস্ট্রেলিয়াও। প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল।
বিশ্বকাপের আগে হামলাকারীর গুলিতে দু’জন নিহত হওয়ায়, কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হয়েছে এই আসর।
আরও পড়ুন: শেষ দিনের প্রথম সেশনেই জয় পেলো বাবর আজমরা
ক্রিফোস্পোর্টস/২০জুলাই/এজে