আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচ মিলিয়ে মোটে ৫ রান এসেছিল তার ব্যাট থেকে। তবে শেষ ম্যাচে এসে নিজের চেনা রূপ দেখান এই ব্যাটার। চাপের মুখে ব্যাট করতে এসে শতরানের স্ট্রাইকরেটে ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবু রয়ে গেল ২ রানের আক্ষেপ!
আফগানিস্তান সিরিজ দিয়ে আট মাস পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে রাঙাতে পারেননি রিয়াদ। তাই সর্বশেষ ফিফটি এসেছিল বিশ্বকাপের মঞ্চে। এমনকি তিনি সর্বশেষ সেঞ্চুরিও পেয়েছিলেন একই টুর্নামেন্টে।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৬ রানের ইনিংসের এক বছর পর ফিফটির দেখা পেয়েছেন রিয়াদ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। তবে ২ রানের জন্য ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে শতকের দেখা পেলেন না এই তারকা।
আরও পড়ুন:
» মাহমুদউল্লাহ-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের
» অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই মিরাজের অর্ধশতক
আজ (সোমবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও ওপেনার সৌম্য ফেরার পরই হোঁচট খায় বাংলাদেশ। ৫৩ রানে প্রথম উইকেট পতনে পর ৭২ রানেই ৪ উইকেট হারায় টাইগাররা।
চাপের মুখে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের সঙ্গে ১৪৫ রানের দুর্দান্ত জুটি গড়েন রিয়াদ। ৬৩ বলে অর্ধশত রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ২ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিন। ইনিংসের শেষ বলে রানআউট হন রিয়াদ। ৭ চার ও ৩ ছয়ের মারের ৯৮ রানের এই ইনিংসটি সাজান এই অভিজ্ঞ ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/বিটি