Connect with us
ক্রিকেট

অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল ভারত

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে ভারত। ছবি- সংগৃহীত

প্রায় ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে পেয়েছে ভারত। সদ্য সমাপ্ত বৈশ্বিক এই টুর্নামেন্টে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি বাগিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। তবে শিরোপা জয়ের চার দিন পেরিয়ে গেলেও দেশে ফিরে সমর্থকদের সঙ্গে উদযাপন করা হচ্ছিল না ক্রিকেটারদের জয়ের আনন্দ। এবার বিশ্বকাপ জয়ের প্রায় ১০৫ ঘন্টা পর ট্রফি নিয়ে দেশে ফিরেছে রোহিত-কোহলিরা।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে দেশে পৌঁছায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপজয়ী দল দেশে ফেরার খবরে এমন ভোরেও বিমানবন্দরে ছিল ভক্তদের ভিড়। মূলত বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই স্থানীয় হারিকেন (ঘূর্ণিঝড়) বেরিলের কবলে বার্বাডোজেই আটকা পড়ে ভারত। যার কারনে নির্ধারিত সূচি পরিবর্তন করে বেশ বিলম্বে দেশে ফিরেছে রোহিত শর্মার দল।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশ্বজয়ীদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করে বিসিসিআই। নিউজার্সির নেয়ার্ক থেকে একটি বিমান বার্বাডোজে ভারতীয় দলকে নেওয়ার জন্য যায়। এরপর গতকাল ভারতীয় সময় দুপুর ২ টার সময় বার্বাডোজ থেকে সেই বিশেষ বিমানে যাত্রা শুরু করে বিরাট কোহলিরা। দীর্ঘ ১৬ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফিরেছে ভারতের বিশ্বকাপজয়ী দল।

যেই বিমানটি রোহিত শর্মাদের দেশে ফিরিয়ে এনেছে, এটির মূলত নেয়ার্ক থেকে যাত্রী নিয়ে দিল্লি আসার কথা ছিল। তবে বিসিসিআই কর্তারা এয়ার ইডিয়ার সঙ্গে যোগাযোগ করে এআইসি২৪ডব্লিউসিকে দিল্লির পরিবর্তে বার্মা ডোজ পাঠিয়ে দেয় বিশ্বজয়ীদের ফিরিয়ে আনতে। আর বিমানের যাত্রীদের দিল্লি ফেরার ব্যবস্থা করা হয়েছিল পরবর্তী ফ্লাইটে।

দীর্ঘ যাত্রা শেষে ভারতীয় সময় ভোরে দেশে ফেরে রোহিত শর্মার দল। তবে সে সময়ও বিমানবন্দরে ছিল ভক্তদের ভিড়। বিমানবন্দরের জানালা দিয়েই সমর্থকদের সবচেয়ে বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করেন কোহলি-রোহিতরা। আজ স্থানীয় সময় ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবে দলটি। এরপর বিশেষ প্যারেড এবং সন্ধ্যায় আরেকটি বিশেষ অনুষ্ঠান থাকবে বিশ্বজয়ীদের জন্যে। 

আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে মেসির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কোচ

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট