Connect with us
ফুটবল

অবশেষে আনুষ্ঠানিকভাবে ম্যানসিটিতে ‘নতুন মেসি’

Claudio Echeverri officially signed with Manchester city
ক্লদিও এচেভেরি। ছবি- সংগৃহীত

অবশেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেললেন ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরি। গতকাল এক বিবৃতি দিয়ে এচেভেরির সাথে চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ম্যানসিটি। আগামী ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ এই ক্লাবের সাথে যুক্ত থাকবেন তিনি।

গেল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসেন এই আর্জেন্টাইন খুদে তারকা। নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন জায়েন্ট সব ক্লাবদের। এচেভেরিকে দলে পেতে রীতিমতো টানাটানি হয়েছে ইউরোপের বেশ কিছু ক্লাবের মধ্যে। তবে এক পর্যায়ে তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার সেরে ফেলল আনুষ্ঠানিক চুক্তির কাজ।

তবে এখনই ম্যানসিটিতে যুক্ত হচ্ছেন না এচেভেরি। আরো একটা মৌসুম রিভারপ্লেটেই কাটাতে চান তিনি। এচেভেরির চাওয়াতেই আগামী ডিসেম্বর পর্যন্ত রিভারপ্লেটে লোনে খেলবেন তিনি। জানা যায় আগামী বছর জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির ডেরায় যুক্ত হবেন এচেভেরি।

এদিকে এচেভেরিকে পেতে ঠিক কী পরিমাণ অর্থ ব্যায় করতে হয়েছে ম্যানসিটিকে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ধারণা করা হয় বোনাসসহ তার ট্রান্সফার ফি হতে পারে ১২.৫ মিলিয়ন ইউরো থেকে ১৪.৫ মিলিয়ন ইউরোর মধ্যে।

ট্রান্সফার মার্কেটের প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো অবশ্য বলছেন, পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে জিরোনার হয়ে লোনে এচেভেরির খেলার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে আলোচনা চলাকালে ম্যানসিটি তাকে জিরোনায় এক মৌসুম খেলানোর কথা জানালে সে বিষয়টি নাকচ করেছিলেন এচেভেরি।

আরও পড়ুন: স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার কোচ? যা জানা গেল

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল