শুধু ক্রিকেট এরপর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পুরো দায়িত্ব ছিল নাজমুল হাসান পাপনের কাঁধে। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ড রাজত্ব করা পাপন এখন অতীত হয়ে গেলেন। তার জায়গা হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বণ্টনের পর। খুব বেশিদিন আগের কথা নয়, বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কাঁধে। তবে সেই দায়িত্ব ৭ মাসের ব্যবধানে হারাতে হলো তাকে।
পাপনের জায়গায় এবার দেখা যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে। তার অধীনেই পরিচালিত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এবার বিসিবি সভাপতি পাপন ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কাজ করতে হবে আসিফের নেতৃত্বাধীন বোর্ডে।
পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। যেখানে যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন>> বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই বেশ সোচ্চার ছিলেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকার পাশাপাশি আন্দোলনকারীদের দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। তিনি ও তাদের কয়েকজনের আহ্বানে সাড়া দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ছাত্র-জনতা। এবার তাদের প্রতিনিধি হয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ। আর এবার দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।
তবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হাত ছাড়া হলেও এখন পর্যন্ত বিসিবি সভাপতির পদে ঠিকই খাতা কলমে বহাল আছেন পাপন। তবে আওয়ামী সরকারের পতনের পর এখন পর্যন্ত তিনি দেশে আছেন কি না তাও এখন পর্যন্ত জানা যায়নি। যদিও, ২০২৫ এর আগ পর্যন্ত বিসিভির সভাপতি হিসেবে মেয়াদ আছে তার।
আরও পড়ুন>> বুট জোড়া তুলে রাখলেন পেপে, বিদায় বেলায় যা বললেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (আসিফ মাহমুদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/এজে