Connect with us
ক্রিকেট

অবশেষে সাকিব নিজেই জানালেন মাঠে ফেরার দিনক্ষণ

Shakib nzl
বিশ্বকাপের সময় অনুশীলনে সাকিব। ছবি- বিসিবি

এক মাসেরও বেশি সময় হয়ে গেল ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। বিশ্বকাপ চলাকালীন গত ৬ নভেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলের ইনজুরির কারণে আছেন ট্রিটমেন্টে। ছিলেন না সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজেও। কিন্তু কবে ফিরবেন মাঠে? এমন প্রশ্ন ভক্তদের। সাকিব নিজেই জানিয়েছেন নিজের ফেরার সম্ভাবনার দিনক্ষণ।

জানা গেছে, নির্বাচনে অংশ নেয়ার কাজ শেষ করে আঙুলের চিকিৎসার জন্য সাকিব এখন আমেরিকাতে রয়েছেন। আর সেখান থেকেএক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। দিয়েছেন মাঠে ফেরার ইঙ্গিতও।

যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে সাকিব বলেন, নিউজিল্যান্ড সফরে অন্তত ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার আশা ছিল আমার। আমার ধারণা ছিল ৪ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবো। তাই টিমের সাথে থাকার আশা ছিল। কিন্তু গত দুই দিন আগেও ডাক্তার দেখিয়েছি। তিনি জানিয়েছেন আরো ২ সপ্তাহ অপেক্ষা করতে। আসলে সুস্থ হতে যতটুকু সময় লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে।

তবে ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ফিটনেস রিহ্যাব শেষে অন্তত বিপিএলের আগে মাঠে ফেরার কোনো সুযোগ দেখছি না। সামনে নির্বাচন রয়েছে। স্বাভাবিকভাবে এখন ওটা নিয়ে ব্যস্ত থাকবো। এরপর আসন্ন বিপিএল থেকেই মাঠে ফিরতে পারবো বলে মনে হচ্ছে। সব ঠিক থাকলে বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।

এদিকে ২০২৪ সালের বিপিএলের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের দশম আসর। উদ্বোধনী দিনে একটি ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা উঠবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে দূরন্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৭ দলের আসরে মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। দেড় মাসের এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১ মার্চ। প্রতি শুক্রবারে দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২ টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

আরও পড়ুন: বিপিএল-২০১৪ শুরু ১৯ জানুয়ারি, এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট