Connect with us
ক্রিকেট

অবশেষে জয়, সিলেটের দর্শকদের ধন্যবাদ দিলেন জাকির

Jakir Hasan talk about Sylhet fans
সিলেটের দর্শকদের ধন্যবাদ দিলেন জাকির। ছবি- সংগৃহীত

নিজেদের চতুর্থ ম্যাচে এসে অবশেষে এবারের বিপিএলে জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে এর আগে দুটি ম্যাচ খেলেছিল তারা। তবে ঢাকার মতো সিলেটে এসেও পরপর দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পায় স্ট্রাইকার্সরা। এবার ঢাকা ক্যাপিটালসের বড় টার্গেট টপকে ঘরের মাঠে অসাধারণ এক জয় তুলে নিয়েছে সিলেট।

এদিকে শুরু থেকেই সিলেট পর্বে স্টেডিয়ামে দেখা যাচ্ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। নিজেদের হোম টিম পরপর দুই ম্যাচ হারের পরেও তাদের উৎসাহ যোগাতে মাঠে আসেন স্থানীয় সমর্থকরা। দর্শকদের দেয়া সাহস নিয়েই ঘুরে দাঁড়াতে সক্ষম হওয়ার কথা জানালেন জাকির হাসান। যার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে টুর্নামেন্টে এবার প্রথম জয়ের স্বাদ পেল সিলেট স্ট্রাইকার্স।

এই জয় সিলেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন জাকির হাসান। ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানিয়ে ম্যাচ শেষে সম্প্রচারকারী মাধ্যমকে তিনি বলেন, ‘এই জয় অনেক গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু তিনটা ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম। তাই মোমেন্টাম ফিরে পেতে একটা জয় দরকার ছিল। যেহেতু একটা ম্যাচ জিততে পেরেছি, যদি এই মোমেন্টাম ধরে রাখতে পারে, আশা করি ভবিষ্যত ভালো হবে।’

সিলেটের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই টাইগার ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ, ওরা (সিলেটের দর্শক) অবশ্যই অনেক সাপোর্ট করছে আমাদের। শুধু আজকে নয়, প্রত্যেকটা ম্যাচেই সাপোর্ট করছে। তাই তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আরও দুইটা ম্যাচ বাকি আছে, আশা করি এরকমই সাপোর্ট পাবো।’

এর আগের সংবাদ সম্মেলনে জাকির হাসান বলেছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে সিলেটের দর্শক আমাদের অবিশ্বাস্যভাবে সমর্থন জানিয়ে আসছে। সব সময়ই স্টেডিয়াম ভরপুর দেখা যায়। সিলেটের দর্শকদের আরও বেশি মাঠে আসার এবং সমর্থন দেয়ার আহ্বান জানান জাকির। আবারও তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:

» তামিমকে বিদায়ী বার্তা দিলেন মুশফিক-মাহমুদউল্লাহ

» নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচসহ আজকের খেলা (১১ জানুয়ারি ২৫)

ঢাকার বিপক্ষে জয়ের ম্যাচে নিজের অবদান এবং পূর্ব পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে যখন ওরা ব্যাট করছিল, দেখে মনে হয়েছে বেশ ভাল উইকেট। যেহেতু একটা বড় টার্গেট ছিল, তাই প্ল্যান ছিল দলকে যতটুকু এগিয়ে নেয়া যায়। এর জন্য চেষ্টা করেছি এবং দিনশেষে ফলাফল পাওয়ায় ভালো লাগছে।’

দলকে জেতাতে বড় জুটি গড়ার চেষ্টা আর কথা উল্লেখ করেন জাকির, ‘পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলাম। যেহেতু একটা বড় স্কোর হয়েছে তাই পার্টনারশিপ ছাড়া জেতা কঠিন। তখন আমরা কথা বলছিলাম একটা বড় পার্টনারশিপ হলে ম্যাচ জেতা সহজ হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় আরিফ ভাই শেষে ভালো ফিনিশ করেছে।’

এদিন ঢাকা ক্যাপিটালসের দেয়া ১৯৪ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে কিছু উইকেট হারালেও দলকে সাহস যোগান জাকির হাসান। ২৭ বলে খেলেন ৫৮ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে ফিনিশিংয়ে এসে ১৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিলেটের অধিনায়ক আরিফুল হক।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট