গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিপিএলে প্লে-অফের শেষ স্থানটির জন্য ভিন্ন দুই ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। তামিমের বরিশালের জন্য সমীকরণটা ছিল কিছুটা সহজ। জিতলেই নিশ্চিত হবে প্লে-অফের টিকিট। আর হেরে গেলেও ছিল সুযোগ, তবে তাকিয়ে থাকতে হতো খুলনার ম্যাচ ও নানা সমীকরণের দিকে।
তবে কোন সমীকরণের মারপেচে নিজেদের না জড়িয়ে দিনের প্রথম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে বরিশাল। এতে করে নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে যায় আসরের প্রথম চার ম্যাচ টানা জিতে ওই সময়ে টেবিলের শীর্ষে থাকা খুলনার।
চলতি আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কেটেছিল পরবর্তী রাউন্ডের টিকিট। চতুর্থ দল হিসেবে ফরচুন বরিশাল প্লে-অফে পৌঁছানোয় চূড়ান্ত হয়ে গেছে পরবর্তী রাউন্ডের লাইনআপ।
নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে টেবিলের শীর্ষে থাকা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে প্রথম কোয়ালিফায়ার। ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায়। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। তবে হেরে গেলেও থাকছে আরেকটি সুযোগ।
একই দিন দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে এলিমিনেটর রাউন্ড। পয়েন্ট টেবিলের তিন এবং চার নম্বরে থাকা ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে এই ম্যাচে। এই ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হবে চলতি বিপিএল থেকে। আর এলিমিনেটরে জয়ী দল এবং প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলকে নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
আগামী ২৮ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে আসরের ফাইনালে। প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী এই দু’দলের মধ্যে খেলা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ সন্ধা ৭ টায়। ফাইনাল ম্যাচে জয়ী দলের হাতে শিরোপা তুলে দেয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বিপিএলের দশম আসরের।
এই আসরে সুযোগ থাকবে নতুন কোন ফ্রাঞ্চাইজির হাতে শিরোপা ওঠার। কেননা প্লে অফের খেলা চার দলের মধ্যে দুই দল এখনো ছুয়ে দেখতে পারেনি বিপিএলের ট্রফি। এদিকে সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকিয়ে থাকবে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলার দিকে। অপরদিকে দ্বিতীয়বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার আশায় থাকবে রংপুর।
আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন আল-আমিন
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এফএএস