ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন সেটা কোন ফুটবলপ্রেমির অজানা নয় । তবে অভিষেক ম্যাচেই আল আহলির হয়ে হ্যাটট্রিক করে হইচই ফেলে দিয়েছেন এই ব্রাজিলিয়ান। তার তিন গোলে ভর করেই আল হাজমের বিপক্ষে লিগ মৌসুমের প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছে দলটি।
Hattrick for captain Bobby Firmino!🤩🇧🇷 pic.twitter.com/uVXBAVXq6B
— LFC Transfer Room (@LFCTransferRoom) August 11, 2023
সৌদিতে ফুটবলের নতুন হাওয়া লেগেছে আগেই । ফুটবলের দলবদলের বাজারে প্রো লিগের দলগুলো কাড়ি কাড়ি অর্থ ঢেলেছে । নামী-দামী ফুটবলার কিনেছে ইউরোপের লিগ থেকে। সৌদি লিগের অভিজাত ক্লাব আল আহলিও তার ব্যতিক্রম নয়।
নতুন মৌসুম সামনে রেখে তারা দলে ভিড়িয়েছে লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোকে,রিয়াদ মাহরেজকে এনেছে ম্যানসিটি থেকে ।চেলসির সেনেগালিচ গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডিও যোগ দিয়েছেন আহলিতে।
তাদের নিয়ে যাত্রাটা ভালোই হয়েছে সৌদি লিগের প্রতিষ্ঠাতা চার ক্লাবের একটি আল আহলির।
ম্যাচের ৬ মিনিটে ফিরমিনোর গোলে প্রথম লিড নেয় তারা। দশ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
⚽️⚡️ No time wasted — ASM x Mahrez x Firmino linking up already! (@SPL) pic.twitter.com/08JFd1JwLZ
— EuroFoot (@eurofootcom) August 11, 2023
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আল হাজমের হয়ে এক গোল শোধ করে আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস গোয়েস বারবোসা। ওই গোলে হাজম ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও ৭২ মিনিটে আহলির নাম্বার টেন জার্সি পাওয়া সাবেক লিভারপুল তারকা ফিরমিনো হ্যাটট্রিক পূর্ণ করে দলকে বড় জয় এনে দেন।
আরও পড়ুনঃ নারী বিশ্বকাপ থেকে ‘সকল চ্যাম্পিয়নদের’ বিদায়
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এমএইচ