ভারতের মাটিতে চলছে ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর এরই মাঝে শুরু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল নিয়ে দৌড়ঝাপ। অক্টোবরেই জানা গিয়েছিল চব্বিশের আইপিএল নিলাম হবে নতুন একটি ইতিহাস। বিদেশের মাটিতে আইপিএল হবে বলে নিশ্চিত করল বিসিসিআই।
অর্থের ঝনঝনানিতে সরব আইপিএল। বিশ্বের সব তারকা ক্রিকেটাররা প্রতিনিয়ত খেলে থাকেন এই লিগে। তরুণদেরও নিজেদের প্রমাণের সব থেকে বড় মঞ্চ এটি। আইপিএলে দল পাওয়া প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য স্বপ্নের। এই স্বপ্নের বাস্তবায়ন হয় নিলামের আসরে।
প্রতিবছর ভারতে আইপিএল নিলাম অনুষ্ঠিত হলেও এবার তা হবে বিদেশের মাটিতে। আইপিএলের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন দুবাইতে হতে চলেছে চব্বিশ আইপিএলের নিলাম। এবারই প্রথম বিদেশের মাটিতে আইপিএলের নিলাম বসতে চলেছে।
বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে কোকা-কোলা এরিনায় আইপিএল ২০২৪ এর মিনি নিলামের আসর বসবে। এর আগে ২৬ নভেম্বরের মধ্যেই দলগুলোকে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার কাজ সম্পন্ন করতে হবে।
আইপিএলের এক কর্তা জানান ওই সময় ভারতে বিয়ের মৌসুম চলে। ফলে হোটেল পাওয়া নিয়ে বিপাকে পড়তে হতে পারে বোর্ডকে। তাই নিলামের আসর মরুর দেশে রাখা হয়েছে।
আইপিএলের ২০২৪ মৌসুমে দল গঠনের জন্য প্রতি দলের কাছে ১০০ কোটি টাকা থাকবে। যার পরিমাণ গত বছর ছিল ৯৫ কোটি।
আরও পড়ুন: বেঙ্গালুরুর বৃষ্টি আর ফখরের ঝড়ে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৩/এমএস/এজে