Connect with us
ক্রিকেট

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ নির্বাচক হান্নান

নির্বাচক হান্নান সরকার। ছবি - সংগৃহীত

চেন্নাই টেস্টে নিজের সহজাত পারফর্ম করতে পারেনি সাকিব আল হাসান। ব্যাট ও বল উভয়েই ছিলেন বিবর্ণ। এরই মাঝে জানা যায় আঙুলে অস্ত্রোপচারের কথা। এবিষয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘ এই টেস্টের আগে সে শতভাগ ফিট ছিল। সে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও তার ব্যাটিংটা ভালো ছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান বলেন, ‘ সাকিব সেরা খেলোয়াড়। সে দলে থাকলে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে সহজ হয়। সেই কারণে এই ম্যাচেও তাকে একাদশে রাখা হয়েছে। সাকিবের পারফরম্যান্স যদি বলেন তাহলে বলবো ব্যাটিংটা খুবই ভালো ছিলো। ‘

চোখের সমস্যা এবং অফফর্মের কারণে সহজাত ব্যাটিংটা করতে পারে না সাকিব আল হাসান। দাঁত দিয়ে রাবার ব্যান্ড চেপে খেলতেও দেখা গেছে তাঁকে। তবে হান্নান সরকার সাকিবের ব্যাটিংয়ের উন্নতি দেখছেন। তিনি আরও বলেন, ‘ বাকিদের সঙ্গে তুলনা করলে দেখবেন সে আগের থেকে বেশি আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। সে কঠিন সময় পার করছে। তবে সে আমাদের দলের একজন অপরিহার্য সদস্য সেজন্যই তাকে একাদশে রাখা হয়েছে।’

কানপুর টেস্টে সাকিব খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে হান্নান বলেন, ‘ টিম কম্বিনেশনের সময় যদি দেখি তাঁকে দরকার তাহলে অবশ্যই তাঁকে একাদশে রাখা হবে আর যদি দরকার না থাকে তাহলে বিশ্রাম দিতে পারি। সাকিব যেহেতু সব ফরম্যাটে খেলে এবং ভারতের বিপক্ষে ৩ টা টি-টোয়েন্টি ম্যাচও আছে সেহেতু সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু চারদিন সময় হাতে আছে সেহেুতু সবদিক থেকেই পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নিবো আমরা।’

আরো পড়ুন : বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আওয়াল

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট