বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল নিয়ে প্রায়ই শোনা যায় হতাশার বাক্য। গেল আসরে সমালচকদের পাশাপাশি ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছিল বিপিএলের মান নিয়ে। তবে এবছর সকল সমালোচনা পাশ কাটিয়ে সেরা একটি বিপিএল আসর উপহার দিতে চায় বিসিবি।
সেই লক্ষ্যে এবার আগে ভাগেই অনেকটা তৎপর বিপিএলের আয়োজক কমিটি। সেই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে মানসম্পন্ন উইকেট, শুরু থেকেই থাকবে ডিআরএস সুবিধা, বিশ্ব মানের প্রোডাকশনে সম্প্রচার হবে টুর্নামেন্টের সকল ম্যাচ। এছাড়াও গেল আসরে উঠে এসেছিল দূর্বল ধারাভাষ্যের বিষয়টি।
খেলাকে দর্শকের কাছে আরও বেশি আগ্রহী ও উপভোগ্য করে তোলার ক্ষেত্রে ধারাভাষ্য অনেক বড় ভূমিকা পালন করে। তবে গত বেশ কিছু আসরে টিভি সেটের সামনে বসলেই দর্শকদের বিরক্তি লক্ষ্য করা যায় এই ধারাভাষ্য নিয়ে। সেই বিষয়টি মাথায় রেখে এবার বিপিএলে দেখা যাবে মানসম্মত বেশ কিছু ধারাভাষ্যকার।
বিপিএলের দশম আসরে ৯ জনের ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত করেছে বিসিবি। যার মধ্য থেকে বিদেশী হিসেবে বিপিএলে কণ্ঠ দেবেন দুই পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা এবং আমির সোহেল। তাদের সঙ্গে আরও আছেন শ্রীলঙ্কার রাসেল আর দক্ষিণ আফ্রিকার এইচ ডি অ্যাকারম্যান। এছাড়াও থাকছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস।
বিদেশী ধারাভাষ্যকারদের সাথে আছেন ৪ দেশি ভাষ্যকার। তাদের মধ্যে থাকছেন দুই পরিচিত মুখ আতাহার আলী খান এবং শামীম চৌধুরী। বাকি দুজন মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। দেশি-বিদেশী ভাষ্যকারদের সমন্বয়ে এবার বিপিএলের ঝাঁঝ বাড়াতে চাইছে বিসিবি।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের খেলা কবে কখন?
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এফএএস