বিপিএলের দশম আসরেও পাকিস্তানের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটারের খেলার কথা ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে চুক্তি করার পরও অনেকেই বিপিএলে যোগ দিতে পারছেন না। কারণ কিছু পাকিস্তানি খেলোয়াড়কে বিপিএলে খেলতে ছাড়পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার নতুন করে পাঁচ পাকিস্তানি ক্রিকেটারকে আসরটিতে খেলার জন্য এনওসি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
পিসিবি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের দুইয়ের অধিক বিদেশি লিগে খেলার অনুমতি দিচ্ছে না। যে কারণে ফখর জামানদের মত তারকারা দল পেয়েও টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করতে পারছে না। এছাড়া বাংলাদেশে এসেও এনওসি না মেলায় বিপিএল না খেলেই দেশে ফিরে যেতে হয়েছে মোহাম্মদ হারিসকে।
এর মধ্যেই পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিপিএল খেলতে নতুন করে পাঁচ পাকিস্তানি ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পিসিবি। তারা হলেন – মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, আমের জামাল, সাইম আইয়ুব ও আকিফ জাভেদ। এদের মধ্যে নেওয়াজ, আকিফ ও হাসনাইন গতকাল বাংলাদেশে চলেও এসেছেন। আর আজকের ম্যাচে খুলনার হয়ে এখন মাঠেই আছেন বাঁ হাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ।
এছাড়া সাইম আইয়ুব দূর্দান্ত ঢাকার হয়ে ও মোহাম্মদ হাসনাইন খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। আর আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা আকিফ জাভেদকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এছাড়াও অনাপত্তিপত্রের আবেদন করা আহমেদ শেহজাদেরও বরিশালের হয়ে খেলার কথা রয়েছে।
এর আগে টুর্নামেন্টটির ঢাকার প্রথম পর্ব খেলেই হঠাৎ দুবাই চলে যান ফরচুন বরিশালের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্বে তার খেলার কথা থাকলেও বিপিএলের বাকি অংশে শোয়েব আর খেলতে পারবেন না বলে জানিয়ে দেন। শোয়েবের এমন কাণ্ডে কিছুটা বিব্রত বরিশাল ফ্র্যাঞ্চাইজিটিও। বরিশালের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে, বিপিএলের বাকি অংশে আর খেলবেন না শোয়েব মালিক।
আরও পড়ুন: শোয়েব মালিককে নিয়ে গুঞ্জনের মাঝেই বিবৃতি দিল ফরচুন বরিশাল
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এমএস/এমটি